• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে

    যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় প্রণীত উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে, করোনাভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত হওয়া লোকের সংখ্যা বিশ্বব্যাপী ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, সোমবার আন্তর্জাতিকমান সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈশ্বিকভাবে মোট আক্রান্ত ঘটনার সংখ্যা দাঁড়ায় ৩০ লক্ষ ২ হাজার ৩০৩-এ।

    ৯ লক্ষ ৭২ হাজার ৯৬৯টি সংক্রমণের সংখ্যা নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর ২ লক্ষ ২৯ হাজার ৪২২টি সংক্রমণের সংখ্যা নিয়ে রয়েছে স্পেন, ইতালি’তে আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৯৯ হাজার ৪১৪টি, ফ্রান্সে ১ লক্ষ ৬২ হাজার ২২০টি এবং জার্মানিতে ১ লক্ষ ৫৮ হাজার ১৪২টি।

    বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২ লক্ষ ৮ হাজার ১৩১-এ। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক মারা যান, সেখানে মৃতের সংখ্যা ৫৫ হাজার ১১৮। এরপর ২৬ হাজার ৯৭৭ জন মারা যান ইতালি’তে, স্পেনে মারা যান ২৩ হাজার ৫২১ জন, ফ্রান্সে মারা যান ২২ হাজার ৮৫৬ জন এবং যুক্তরাজ্যে মারা যান ২০ হাজার ৭৩২ জন।

    টিকা প্রদান কর্মসূচি স্থগিত করা নিয়ে উদ্বিগ্ন ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র শীর্ষ কর্মকর্তা সংশ্লিষ্ট দেশগুলোকে কোভিড-১৯ ব্যতিরেকে অন্যান্য ছোঁয়াচে রেগের বিরুদ্ধে শিশুদের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

    সোমবার জেনেভায় বিশ্ব টিকাদান সপ্তাহের শুরুতে ডব্লিউএইচও’র সদরদপ্তরে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদহানোম ঘেব্রেইসাস।

    করোনাভাইরাস বৈশ্বিক মহামারি শেষ হতে এখনও অনেক দেরি আছে, সেটির উপর গুরুত্ব দিয়ে তেদ্রোস বলেন, আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা এবং কয়েকটি এশীয় দেশে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বিগ্ন ডব্লিউএইচও।

    এমনকি দৃশ্যত সংক্রমণের সংখ্যা কমে আসা এরকম দেশগুলোতেও সম্ভাব্য দ্বিতীয় একটি সংক্রমণের ঢেউ আঘাত হানার ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি ভাইরাস বিরোধী পদক্ষেপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

    ডব্লিউএইচও প্রধান আরও সতর্ক করেন যে পোলিও এবং হামের মত অন্যান্য ছোঁয়াচে রোগের টিকাদান প্রচেষ্টায় করোনাভাইরাস বৈশ্বিক মহামারি বিঘ্ন ঘটানোর কারণে অনেক শিশুর মৃত্যু হবে।

    তিনি বলেন, সীমান্ত বন্ধ রাখার পাশাপাশি ভ্রমণে বিঘ্ন ঘটার কারণে অন্যান্য ছোঁয়াচে রোগের জন্য টিকা স্বল্পতার খবর জানিয়েছে কিছু দেশ ।

    তেদ্রোস উল্লেখ করেন যে পোলিও এবং হাম’সহ অন্যান্য কয়েকটি রোগের বিরুদ্ধে কিছু টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই কর্মসুচিগুলোতে বিশ্বব্যাপী ১ কোটি ৩০ লক্ষ টিকা দেয়া হয়নি, এমন শিশুদের লক্ষ্য হিসেবে ধরা হয়েছে।