• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে জরুরি অবস্থা ৬ মে পুরোপুরি না তোলার সম্ভাবনা

    জাপান সরকারের কর্মকর্তারা অধিকতরভাবে এরকম অভিমত জানাচ্ছেন যে মে মাসের শুরুর দিকে জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেয়া কঠিন হবে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী সংক্রমণের গতি শ্লথ হচ্ছে না।

    উল্লেখ্য, এপ্রিল মাসের ৭ তারিখ সরকার টোকিও এবং ওসাকা’সহ আরও পাঁচটি জেলার জন্য জরুরি অবস্থা ঘোষণা করে। আর এপ্রিল মাসের ১৬ তারিখ ঘোষণাটি দেশব্যাপী বিস্তৃত করে নেয় তারা।

    কর্মকর্তারা সারা দেশের পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রেখে চলেছেন। লোকজনের পারস্পরিক সংযোগ ৮০ শতাংশ হ্রাস পেয়েছে কিনা এবং চিকিৎসা স্থাপনাগুলোতে পরিস্থিতি কী রকম, সে সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত শোনার পর তারা বিবেচনা করে দেখবেন যে মে মাসের ৬ তারিখের পরও জরুরি অবস্থা বৃদ্ধি করে নেয়া হবে কিনা।

    অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি এনএইচকে’র এক অনুষ্ঠানে বলেন, স্কুল এবং কোম্পানিগুলো যাতে প্রস্তুতি নিতে পারে, সেকারণে যথেষ্ট সময় আগে সরকারের এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, তিনি করোনাভাইরাস মোকাবেলায় সরকারের কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।

    বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যা হ্রাস পেতে শুরু করলেও টোকিও এবং ওসাকায় দৈনিক নিশ্চিত সংক্রমণের সংখ্যা তাদের প্রত্যাশার চাইতে বেশি হচ্ছে।

    করোনাভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে

    যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন।

    মার্কিন বিশ্ববিদ্যালয়টি, আন্তর্জাতিক মান সময় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করোনাভাইরাসে নিশ্চিত সংক্রমণের সংখ্যা ২৮ লাখ ৬৫ হাজার ৯৩৮টি এবং মৃতের সংখ্যা ২ লাখ ৬৯৮টিতে পৌঁছেছে বলে জানায়।

    যুক্তরাষ্ট্রে, মোট সংক্রমণের সংখ্যা ৯ লাখ ২০ হাজারের বেশী এবং মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজার নিবন্ধন করা হয়।

    শনিবার নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো, করোনাভাইরাসের পরীক্ষার সক্ষমতা জোরদার করতে পুরো অঙ্গরাজ্যের ৫ হাজার ফার্মেসিকে করোনাভাইরাস পরীক্ষার অনুমতি প্রদান করা হবে বলে জানান।

    এতে, ঘটনাস্থলে প্রথম উপস্থিত হওয়া কর্মী, স্বাস্থ্য সেবা কর্মী এবং গুরুত্বপূর্ণ কর্মীরা এই পরীক্ষার জন্য যোগ্য হবে বলে তিনি উল্লেখ করেন।

    কুওমো, এই সংকট চলাকালে এবং অন্যান্যদের সাথে মিথস্ক্রিয়ার জন্য পুলিশ সদস্য এবং গণপরিবহনের চালক এই পরীক্ষার আওতাভুক্ত হবেন বলে জানান।

    তিনি, এসকল লোকজন সংক্রমিত হলে তাঁরা বিপুল সংখ্যক লোকজনের মাঝে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন বলেও উল্লেখ করেন।