• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের প্রধান শহরগুলোর সড়কে লোকজনের স্বল্প উপস্থিতি

    করোনাভাইরাস সংক্রমণের দ্রুত বিস্তার হ্রাসের জন্য অধিবাসীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের আহ্বান জানানোর পর জাপানের প্রধান শহরগুলোর সড়কসমূহে আজ লোকজনের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম লক্ষ্য করা গেছে।

    টোকিও’র শিনজুকু এলাকায়, বৃহৎ ডিপার্টমেন্ট স্টোর এবং কাপড়ের দোকান সমূহ বন্ধ আছে। এছাড়া, কারাওকে পার্লারগুলোতে অস্থায়ী বন্ধের বিজ্ঞপ্তি ঝোলানো হয়েছে।

    শিনজুকু স্টেশনের পূর্ব দিকের বহির্গমন পথের সম্মুখে থাকা একটি চত্বর স্বাভাবিক পরিস্থিতিতে ক্রেতা এবং বন্ধুদের জন্য অপেক্ষমাণ ব্যক্তিদের ভিড়ে মুখরিত হয়ে থাকলেও আজ সেটি কোলাহল মুক্ত ছিল।

    বয়স ২০’এর কোঠায় থাকা শিনজুকুর এক অধিবাসী বলেন, আজ লোকজনের এত স্বল্প উপস্থিতি বেশ অদ্ভুত মনে হয়েছিল। তিনি বলেন, একটি হাসপাতাল থেকে চিকিৎসকের পরামর্শ পত্র নেয়ার জন্য তিনি বের হয়েছিলেন এবং অবিলম্বে বাড়ি ফিরে যাবেন।

    পশ্চিম জাপানের ওসাকা দুর্গ পার্কে প্রায় ৩ হাজার চেরি গাছের পূর্ণ প্রস্ফুটন ঘটেছে। এই প্রস্ফুটনকে উদযাপন করতে এসময় সাধারণত বনভোজনের চাদর পেতে নানা পার্টিতে মেতে ওঠা লোকজনের ভিড়ে স্থানটি পরিপূর্ণ থাকে। তবে, এ বছর লোকজনকে সেটি না করার পরামর্শ দেয়া হয়। খুবই অল্প সংখ্যক দর্শনার্থী হেঁটে শান্তভাবে চেরি প্রস্ফুটন প্রত্যক্ষ করেছেন।

    বয়স ২০’এর কোঠায় থাকা এক জুটি বলেন, তারা আগামী মাসে নির্ধারিত তাদের বিয়ের অনুষ্ঠান স্থগিত করার পরিকল্পনা করছেন। তারা বলেন, নিজেদের মধুচন্দ্রিমার ভ্রমণ বাতিল করে বিবাহের পোষাকে ছবি তোলার প্রত্যাশা নিয়ে তারা পার্কটিতে এসেছেন। তারা এও বলেন যে অতি দ্রুত ছবি তোলার কাজ শেষ করে তারা বাড়ি ফিরে যাবেন।

    এছাড়া, পার্কে চেরি ফুলের আলোকসজ্জাও এবার বাতিল করা হয়েছে।

    টোকিওতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ১শ ১০ ছাড়িয়ে গেছে

    টোকিও মহানগর সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো এনএইচকেকে, আজ করোনাভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা ১শ ১৮টি বলে জানিয়েছে।

    উল্লেখ্য, এই প্রথমবারের মত একদিনে জাপানের রাজধানীতে সংক্রমণের সংখ্যা ১শ ছাড়াল। এখন টোকিওর মোট সংক্রমণের সংখ্যা ৮শ ৯১তে পৌঁছেছে।

    টোকিও মহানগরের কর্মকর্তারা, পরপর ২য় সপ্তাহের মত সপ্তাহান্তে অনাবশ্যক ভাবে বাড়ির বাইরে যাওয়া পরিহার করতে লোকজনের প্রতি জোর আহ্বান জানান। তবে তাঁরা, দৈনন্দিন প্রয়োজনীয় কেনাকাটা বা চিকিৎসকের কাছে যাওয়া পরিহার করতে লোকজনদের অনুরোধ জানান নি।

    মহানগরের কর্মকর্তারা, সংক্রমণের উৎস অজানা থাকা লোকজনের সংখ্যা উর্ধ্বমুখি রয়েছে বলে উল্লেখ করেন। আবার তরুণ লোকজনের মধ্যেও সংক্রমণ প্রতীয়মান হচ্ছে।

    তাঁরা, বাড়ির বাইরে যাওয়া অত্যাবশ্যক কিনা সেবিষয় নিজেরাই বিবেচনা করতে নগরবাসীদের প্রতি আহ্বান জানান।

    কর্মকর্তারা, শহরের বিনোদন এবং প্রমোদ এলাকাগুলোতে বেশ কয়েকটি গুচ্ছ সংক্রমণের ঘটনা নিশ্চিত করায় রাতের বেলা বাড়ির বাইরে যাওয়া পরিহার করতেও লোকজনের প্রতি আহ্বান জানান।

    তাঁরা, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তৃত হওয়া প্রতিরোধ করতে বদ্ধ জায়গা, জনবহুল এলাকা এবং ঘনিষ্ঠ যোগাযোগ পরিহার করতে লোকজনদের সতর্ক করে দেন।