টোকিওতে কোরোনাভাইরাসে আক্রান্তদের বড় অংশ তরুণ প্রজন্মের
টোকিওতে নতুন কোরোনাভাইরাস বিস্তার সংক্রান্ত উপাত্ত থেকে দেখা গেছে যে সংক্রমণের ঘটনা নিশ্চিত বলে জানা যাওয়া লোকজনের বড় এক অংশ হল তরুণ প্রজন্মের।
সাম্প্রতিক দিনগুলোতে কোরোনাভাইরাস বিস্তারের ঘটনা জাপানের রাজধানীতে বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসের ২৫ তারিখ ৪১ জন রোগে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছিল এবং তখন থেকেই সংক্রমণের দৈনন্দিন সংখ্যা ওঠানামা করছে। মঙ্গলবার এই সংখ্যা ৭৮-এ এবং বুধবার ৬৬ তে উন্নীত হয়েছিল।
এই সময়ের মধ্যে সংক্রমিত ৪১৬ জনের মধ্যে বেশিরভাগের বয়স হল তিরিশের কোঠায় বলে এনএইচকে জানতে পেরেছে। আক্রান্তদের সংখ্যা হল ৮৯। বিশের কোঠায় বয়সের ৬৩ জন এবং ১০ থেকে ১৯ বছর বয়সের ৮ জন এই ভাইরাসে আক্রান্ত। ১০ বছরের চেয়ে কম বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা হল ৪।
৪০ এর নীচে বয়স, এমন তরুণ লোকজনের মধ্যে আক্রান্তের সংখ্যা হল ১৬৩ যা হল মোট সংখ্যার ৪০ শতাংশ।
টোকিও পৌরসভা সরকারের কর্মকর্তারা বলছেন তরুণ প্রজন্মের মধ্যে দেখতে পাওয়া সংক্রমণ হতে পারে শুধুমাত্র আগাম সঙ্কেত। দ্রুত সংক্রমণ শনাক্ত করার গুরুত্বের উপর জোর দিয়েছেন তাঁরা যাতে করে বয়স্ক লোকজন এতে সংক্রমিত না হন কেননা এঁদের ক্ষেত্রে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি।
সতর্কতার সাথে চলাফেরার জন্য তরুণ প্রজন্মের প্রতি তাঁরা আহ্বান জানিয়েছেন।





















