• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিশ্বব্যাপী প্রায় ৭ লক্ষ সংক্রমণ: ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বলছে, সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ছিল ৬ লক্ষ ৯৩ হাজার ২শ ২৪। যা রবিবার থেকে ৫৮ হাজার ৪শ ১১ জনের বৃদ্ধি।

    ডব্লিউএইচও এও বলছে যে আরও ৩ হাজার ২শ ১৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের সর্বমোট সংখ্যা ৩৩ হাজার ১শ ৬’এ উন্নীত হয়েছে।

    ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে জাপান 

    নতুন সংক্রমণের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এর অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় একটি জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সতর্কভাবে যাচাই করে দেখবে জাপান।

    গতকাল সরকারের পরামর্শক প্যানেলের একজন সদস্য এই তথ্য উন্মোচন করেন যে বেশিরভাগ সদস্যই এরকম ঘোষণার পক্ষে। তিনি বলেন, অনেকের ধারণা হল, সংক্রমণের ঘটনার একটি ব্যাপক বৃদ্ধি প্রত্যক্ষ করার পর এরকম ঘোষণা দেয়া হয়ত দেশের জন্য খুব দেরি হয়ে যাবে।

    এদিকে, জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে একই দিন বলেন, জাপান প্রাদুর্ভাবকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।

    সরকার মনে করছে যে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হওয়ার পর্যায়ে দেশ এখনও পৌঁছায়নি। তাদের মতে, জনগোষ্ঠীর সংখ্যার বিচারে জাপানের রাজধানীতে এখনও পর্যন্ত সংক্রমণের পরিমাণ খুবই অল্প।

    তবে, সরকার মনে করছে, জাপান নতুন সংক্রমণের বিস্ফোরণের ঝুঁকির মধ্যে আছে, তাই তারা দেশের সীমান্তে বিধিনিষেধ আরও জোরদার করার দিকে অগ্রসর হচ্ছে।