• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • অস্ট্রেলিয়ায় দুই জাপানি ছাত্রের মৃত্যু

    অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় এক জনপ্রিয় পর্যটন দ্বীপে জাপানী ছাত্র দুই ডুবে মারা গেছে। তাদের বয়স ১৬ বছর। শনিবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

    ছেলে দুটির নিখোঁজ হওয়ার কথা জেনে শুক্রবার রাতে কুইন্সল্যান্ড রাজ্যের অদূরে লেক ম্যাকেনজির কাছে বিশ্ব ঐতিহ্য তালিকাভূক্ত ফ্রাসের পর্যটন দ্বীপে এক জরুরি তল্লাশী ও উদ্ধার অভিযান চালানো হয়। শনিবার সকালে পুলিশ লাশ দুটি সনাক্ত করে।

    পুলিশ পরিদর্শক টনি ক্লাউস শনিবার সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা তাতে সন্দেহ নেই। তাদের ডুবে যাওয়ার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে সন্দেহজনক কিছু বোঝা যাচ্ছে না। তবে বিস্তারিত তদন্ত প্রতিবেদন করা হলে বিষয়টি সম্পর্কে আরো জানা যাবে।’

    তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়ায় জলসীমায় নামার আগে সকলেরই তাদের সাঁতারে কতটুকু দক্ষতা সে সম্পর্কে সচেতন থাকা দরকার’ উল্লেখ করে তিনি বলেন, ‘এদেশে পানিতে নামার ক্ষেত্রে যে সব ঝুকি রয়েছে সে সম্পর্কে সাবধান থাকতে হবে।’

    আরও পড়ুনঃ হাতের লেখা খারাপে নম্বর কম, ঢাবি ছাত্রের আত্মহত্যা

    টনি বলেন, ছেলে দুটির পরিবারকে তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে এবং কর্তৃপক্ষ সহযোগিতার জন্য জাপানের কনসুলেটদের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের দীর্ঘতম বালুদ্বীপ ফ্রাসের,পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় এই সাগর তীর বন্য কুকুরের জন্য বিখ্যাত।

    স্বয়ংক্রিয় পরিবহন সেবা জোটে হোন্ডার যোগদান

    জাপানের মোটরগাড়ি নির্মাতা হোন্ডা মটর স্বয়ংক্রিয় পরিবহন সেবা ব্যবস্থা তৈরি করে নিতে শিল্প খাতের অন্য দুই বিশাল আকারের প্রতিষ্ঠানের সাথে একটি যৌথ উদ্যোগে অংশ নিতে যাচ্ছে।

    টয়োটা ও সফটব্যাংক গত বছর মনে টেকনোলোজিস প্রতিষ্ঠা করে। মনে আজ জানিয়েছে যে কোম্পানির ৯ শতাংশের বেশি অংশীদারিত্ব হোন্ডা কিনে নেবে। টয়োটার অধীনস্থ কোম্পানি, ট্রাক নির্মাতা হিনো মোটরসও সম-পরিমাণ মালিকানা গ্রহণ করবে।

    আগামী তিন বছরে মনে ১০০টির বেশি স্থানীয় সরকারের সাথে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনা করছে। এর লক্ষ্য হচ্ছে ২০২৩ সালের মধ্যেই টয়োটার উন্নয়নাধীন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইলেকট্রিক মোটরযান ব্যবহার করে একটি চলাচল সেবা ব্যবস্থা চালু করা।

    পরীক্ষা প্রক্রিয়ায় হোন্ডার অংশ গ্রহণ কোম্পানির মোটরযানের উপাত্ত ব্যবহারের সুযোগ মনের জন্য করে দেবে।

    যৌথ উদ্যোগ পরিকল্পনার ঘোষণা দেয়ার সময় টয়োটা ও সফটব্যাংক বলেছে, উপাত্ত এবং কৃত্রিম মেধা ব্যবহার করার মধ্যে দিয়ে চলাচল সেবা উন্নত করে নেয়ার লক্ষ্য তারা ধরে নিয়েছে।

    অনলাইনে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের প্রচার নিষিদ্ধ করবে ফেইসবুক

    যুক্তরাষ্ট্রের বিশাল আকারের সামাজিক নেটওয়ার্ক ফেইসবুক নিজেদের প্ল্যাটফর্মে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদের প্রশংসা, সমর্থন ও প্রতিনিধিত্ব নিষিদ্ধ করে একটি ঘোষণা প্রচার করেছে।

    ফেইসবুক গতকাল জানায় যে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা কার্যকর হবে। নতুন এই নিয়ম ফেইসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামের বেলাতেও প্রযোজ্য হবে।

    কোম্পানি বলছে তাদের নীতি অনেকদিন থেকেই শ্বেতাঙ্গ আধিপত্য সহ বর্ণ, জাতি ও ধর্ম-ভিত্তিক ঘৃণামূলক আচরণ নিষিদ্ধ করেছে। তবে সামাজিক নেটওয়ার্ক আরও উল্লেখ করে যে মানুষের পরিচয়ের যা একটি গুরুত্বপূর্ণ অংশ, সেই “জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ নিয়ে বিস্তৃত ধারণার আলোকে” তারা চিন্তাভাবনা করায় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের বেলায় একই যৌক্তিকতা তারা প্রয়োগ করেনি।

    ফেইসবুক বলেছে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ তারা নিয়েছে।

    নিউজিল্যান্ডে ৫০ ব্যক্তির প্রাণহানি ঘটানো মসজিদ হামলার দু’সপ্তাহ পর এই পদক্ষেপ নেয়া হল। নিজেদের প্ল্যাটফর্মে শ্বেতাঙ্গ আধিপত্য ও অন্যান্য বর্ণবাদী বার্তা সংযুক্ত রাখার জন্য ব্যাপক সমালোচনার মুখে ফেইসবুককে পড়তে হয়।

    ঢাকায় বহুতলা ভবনে আগুনে ১৯ জন নিহত

    বাংলাদেশের পুলিশ জানিয়েছে ঢাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুনে পুড়ে ১৯ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

    বৃহস্পতিবার ২২ তলা ভবনটির ৬ষ্ঠ তলায় প্রথমে আগুন লাগে, এবং তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

    আগুন লাগার সাত ঘন্টা পরে অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টারের সহায়তায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক অবস্থায় তাদের উপরের তলাগুলোতে পানি ছিটানোর সরঞ্জামের অপ্রতুলতা ছিল।

    অগ্নিনির্বাপক কর্মীরা জানায় কিছু তলা এতটাই গরম ছিল যে প্রবেশ করা যাচ্ছিল না, এবং এটি তাদের পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং নিখোঁজ লোকদের খুঁজে বের করতে ও উদ্ধার তৎপরতা চালাতে বাধা দিচ্ছিল।

    ঢাকায় জাপানি দূতাবাস জানায় ভবনটি এমন এলাকায় অবস্থিত যেখানে অনেক বিদেশি কোম্পানির অফিস অবস্থিত।

    আগুন থেকে পালিয়ে বাঁচা একজন জানায় ভবনটির অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করছিল না।

    জাপানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

    যথাযথ মর্যাদা ও গুরুত্বসহ নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।

    আজ মঙ্গলবার দিবসের প্রথম ভাগে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

    পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

    এ ছাড়া জাপানের স্থানীয় সংবাদপত্রে দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

    দুপুরে টোকিওর এক স্থানীয় হোটেলে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. তোশিকো আবে।

    অনুষ্ঠানে ভায়োলিনের সুরে জাপান ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। অতিথিদের নিয়ে কেক কেটে রাষ্ট্রদূত সংবর্ধনা অনুষ্ঠান শুরু করেন।

    রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাপানের সম্রাট আকিহিতো এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানান। তিনি জাপান-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন তার বক্তব্যে।

    রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নধারা ও সম্ভাবনা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা উল্লেখ করে জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান।

    জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. তোশিকো আবে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।

    তিনি জাপান-বাংলাদেশের বন্ধুত্বের কথা উল্লেখ করেন এবং রোহিঙ্গা সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য ভূমিকা ও নেতৃত্বের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক দিনে দিনে আরো গভীর হবে।

    এ ছাড়া জাপান–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের মহাসচিব ও জাপানের ভূমি, অবকাঠামো, যোগাযোগ ও পর্যটন প্রতিমন্ত্রী ইচিরো সুকুদা জাপান–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি, উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী তারো আসোর শুভেচ্ছা বাণী পাঠ করে শোনান।

    অনুষ্ঠানে আগত অতিথিদের বাংলাদেশি বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয় এবং বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ কেবিনেট সেক্রেটারি ইয়াসুতোশি নিশিমুরা, অলিম্পিক ও প্যারা-অলিম্পিক -২০২০ সংক্রান্ত মন্ত্রী ইয়োশিতাকে সাকুরাদা এবং জাপানের পরিবেশ প্রতিমন্ত্রী মিনোরু কিউচি ।

    এ ছাড়া জাপানের উচ্চপর্যায়ের নেতারা, সংসদ সদস্য, জাপানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাপানের বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং প্রবাসী বাংলাদেশী প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    জাপানের সম্রাট এবং সম্রাজ্ঞীর প্রথম সম্রাট জিন্মুর সমাধিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

    জাপানের সম্রাট আকিহিতো এবং সম্রাজ্ঞী মিচিকো সম্রাট জিন্মুর সমাধিসৌধে তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন। এটি এপ্রিলের ৩০ তারিখে সম্রাটের সিংহাসন ত্যাগের আনুষ্ঠানিকতার একটি অংশ।

    মঙ্গলবার নারা এলাকার কাশিহারা শহরে ট্রেনে যাত্রা করার পূর্বে সম্রাট এবং সম্রাজ্ঞী গতকাল কিয়োতো ছিলেন। সেইসময় এই যুগল বিখ্যাত প্রথম সম্রাটের সমাধিতে যান।

    আনুষ্ঠানিক পোষাকে এবং রাজকীয় গৃহস্থালি সংস্থার একজন কর্মকর্তার সহযোগিতায় সম্রাট ধীরগতিতে হেঁটে বেদীর কাছে যান। সেখানে তিনি পবিত্র গাছের একটি পাতা অর্পণ করেন এবং শ্রদ্ধায় মাথা নত করেন। সম্রাজ্ঞী তাঁকে অনুসরণ করেন।

    সম্রাট এর আগে ১৯৯০ সালের ডিসেম্বরে সিংহাসনে আরোহণের সময় সম্রাজ্ঞীসহ এই সমাধিসৌধে এসেছিলেন।

    ৫২ কোটি বছর আগের প্রাণীর সন্ধান!

    আপনি ছবিতে যে পোকাটিকে দেখছেন তার বয়স প্রায় ৫২ কোটি বছর! অবিশ্বাস্য শোনালেও এটাই সত্য। বিজ্ঞানীরা বলছেন, চীনের এক নদীর পারে তারা হাজার হাজার জীবাশ্ম আবিষ্কার করেছেন যেগুলো ৫১ কোটি ৮০ লাখ বছর আগেরকার। তারা বলছেন, এই জীবাশ্মগুলো সম্পূর্ণ ভিন্ন। এগুলোর দেহের কোমল কোষ যেমন ত্বক, চোখ বা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ এত বছর পরও সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়েছে।

    জীবাশ্মবিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কারণ এদের অর্ধেকেরও বেশি প্রজাতি এতদিন অনাবিষ্কৃত ছিল। এই জীবাশ্মগুলোর নাম দেওয়া হয়েছে ‘চিঙজিয়াং বাইওটা’। চীনের হুবেই প্রদেশের ডানশুয়ে নদীর তীরে এগুলোকে খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীরা সেখান থেকে এপর্যন্ত ২০ হাজার নমুনা সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪ হাজার ৩৫১টি নমুনা বিশ্লেষণ করা হয়েছে।

    নমুনাগুলোর মধ্যে রয়েছে নানা রকম পোকা, জেলিফিশ, সি অ্যানেমোনে এবং শ্যাওলা। চীনের নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিংলিয়াং ঝ্যাং এই গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি বিবিসিকে বলেন, ‘প্রাণীর উদ্ভবের গোড়ার দিক সম্পর্কে গবেষণায় এই জীবাশ্মগুলো গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করবে। এই আবিষ্কারটি বিশেষভাবে বিস্ময়কর এই জন্য যে, নরম দেহের প্রাণী সাধারণত জীবাশ্মতে পরিণত হয় না। এক্ষেত্রে তার ব্যতিক্রম কিভাবে হলো তা ভাবার বিষয়। অধ্যাপক ঝ্যাং বলেন, সম্ভবত কোনো ঝড়ের ধাক্কায় এই প্রাণীগুলো দ্রুত নদীতে পলির নীচে চাপা পড়ে যায়। জীবাশ্মবিজ্ঞানী অ্যালিসন ডেলি এই নমুনাগুলো বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন, জীবাশ্ম বিজ্ঞানে গত ১০০ বছরের মধ্যে এতবড় আবিষ্কার আর হয়নি।

    জাপানে আড়াই শো কোটি বছরের পুরনো শিলাখণ্ড উদ্ধার

    জাপানি গবেষকদের একটি দল দেশে এ যাবতকালের সবচেয়ে পুরনো শিলাখণ্ড খুঁজে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন। তারা বলেন, প্রায় আড়াই শো কোটি বছরের পুরনো এই শিলাখণ্ডগুলি জাপান দ্বীপপুঞ্জ কীভাবে গঠিত হোল তা জানতে সাহায্য করবে।

    হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ইয়াসুতাকা হায়াসাকা’র নেতৃত্বাধীন দলটি সোমবার তাদের গবেষণার ফলাফল ঘোষণা করেন।

    পশ্চিম জাপানের শিমানে জেলার দুটি এলাকায় ২০১৭ সালে এই শিলাখণ্ডগুলি খুঁজে পাওয়া যায়। পরীক্ষা নিরীক্ষার পরে গবেষকরা এই উপসংহারে পৌঁছান যে প্রায় আড়াই শো কোটি বছর আগে ভূপৃষ্ঠের উপরিভাগের তলায় ম্যাগমা কঠিন আকার ধারন ক’রে এই শিলায় পরিণত হয়।

    এর আগের রেকর্ডটি সৃষ্টি করে ২শো কোটি বছরের পুরনো শিলাখণ্ড যা খুঁজে পাওয়া গিয়েছিল মধ্য জাপানের গিফু জেলায় ১৯৭০ সালে।

    গবেষকরা বলছেন, প্রাচীন এই শিলার জন্ম সেই সময় যখন জাপান দ্বীপপুঞ্জ এশীয়া মহাদেশের সাথে যুক্ত ছিল।

    তারা বলেন, জাপান দ্বীপপুঞ্জ কীভাবে তৈরি হোল, তা জানতে সাহায্য করবে এই প্রাচীন শিলা।

    নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার শিকার মসজিদটি পুনরায় খোলা হয়েছে

    নিউজিল্যান্ডের শহর ক্রাইস্ট চার্চে, গত সপ্তাহে একজন বন্দুকধারীর হামলায় প্রার্থনারত ৫০ জন মুসলমান নিহত হওয়ার পর মসজিদ দুটি পুনরায় খুলে দেয়া হয়েছে।

    পুলিশ, ১৫ই মার্চ সংঘটিত হামলার ঘটনাস্থলের তদন্ত কাজ শেষ করার পর কর্মীরা ভবনগুলোর মেরামত কাজ শেষ করেন।

    স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে, ৪২ জন নিহত হওয়া আল নুর মসজিদটির অভ্যন্তরের দেয়ালগুলো পুনরায় রং করা এবং নতুন কার্পেট প্রতিস্থাপনসহ দুঃখজনক ঘটনাটির সবধরনের চিহ্ন সরিয়ে নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

    মুসল্লিরা, নামায পড়তে মসজিদটিতে আসেন। এক ব্যক্তি, মসজিদটি পুনরায় খুলে দেয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি, একসাথে নামায পড়ার সময় অনেক মুসল্লি অশ্রু বিসর্জন করেন বলে জানান।

    মসজিদটির বাইরে প্রায় ৩ হাজার লোক সমবেত হয়ে, নিহতদের জন্য শোক এবং তাঁদের পরিবারের সাথে সংহতি প্রকাশ করতে শহরের মধ্য দিয়ে হেঁটে যান।

    এপ্রিল থেকে বিদেশি বাসিন্দাদের জন্য নতুন সেবা

    এপ্রিল মাস থেকে আরও বেশী বিদেশি কর্মী নেয়ার প্রস্তুতি গ্রহণের মাঝে জাপানের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিদেশি বাসিন্দাদের জন্য নতুন কিছু সেবা চালু করছে।

    ওয়ান ভিসা নামক টোকিও ভিত্তিক একটি উদ্যোগী কোম্পানি, বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে সহায়তা প্রদান করছে। কোম্পানিটি, আগামী মাস থেকে বসবাসের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করার সেবা প্রদান শুরু করা হবে বলে জানায়।

    এই কোম্পানি বলে যে, কনভিনিয়েন্স ষ্টোরে স্বয়ংক্রিয় টাকা তোলার মেশিন স্থাপনকারী সেভেন ব্যাংকের সাথে জোট বেঁধে তারা জাপানে আসার পরপরই বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার কাজে সহায়তা করবে।

    চাকুরীর ব্যবস্থাকারী একটি বড় কোম্পানি পাসোনা, এপ্রিল মাস থেকে বাসিন্দা হিসাবে নিবন্ধন এবং বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাদির চুক্তির মত সাধারণ সহায়তা প্রদানের কাজ শুরু করবে। তাছাড়া কোম্পানিটি, জাপানি ভাষা ও ব্যবসায়ী আচার আচরণের প্রশিক্ষণ প্রদান করবে।

    উল্লেখ্য যে জাপানে আরও বেশি বিদেশিদের কাজ করার সুযোগ দেয়ার লক্ষ্যে সংশোধিত অভিবাসন আইন এপ্রিল মাস থেকে কার্যকর হবে।

    আজ হিজাব পরেছেন নিউজিল্যান্ডের মেয়েরা

    নিউজিল্যান্ডের মুসলমান নারীদের প্রতি সমর্থন জানাতে আজ শুক্রবার সারা দেশজুড়ে নারীরা এক দিনের জন্য মাথা ঢেকে রাখছে। ‘হেডস্কার্ফ ফর হারমনি’র আয়োজকরা বলছেন, কী ধরনের কাপড় মাথায় পরতে হবে, বা কিভাবে তা পরতে হবে, তা নিয়ে বিশেষ কোনো নিয়মকানুন থাকছে না। ক্রাইস্ট চার্চ মসজিদে হামলার ঠিক পরের শুক্রবার এমনভাবে দিনটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    শুধু এর মাধ্যমে কিউইরা নিউজিল্যান্ডের মুসলমান নারীদের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করছেন বলে নিউজিল্যান্ড হেরাল্ড সংবাদপত্র খবর দিয়েছে।

    তবে অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিষয়ক একজন পণ্ডিত ড. যাইন আলী বলছেন, এই অনুষ্ঠানটি নিয়ে তিনি ভীষণভাবে গর্বিত। নিউজিল্যান্ডের মুসলমান নারীরাও অনুষ্ঠানটি নিয়ে গর্বিত হতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
    গত শুক্রবার একজন শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী উগ্রপন্থী নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে।

    নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, ‘হেডস্কার্ফ ফর হারমনি’র ধারণাটা প্রথম আসে অকল্যান্ডের একজন ডাক্তার থায়য়া আশমানের মাথায়।

    ক্রাইস্টচার্চের হামলার পর এক দিন তিনি টিভির খবর দেখতে পান যে একজন মহিলা বলছেন, ঐ ঘটনার পর তিনি হিজাব পরে বাইরে বেরুতে ভয় পাচ্ছেন।

    একথা শুনে তিনি মনে করলেন সারা দেশের মুসলমান নারীদের জন্য কিছু একটা করা দরকার। এরই পথ ধরে ‘হেডস্কার্ফ ফর হারমনি’র শুরু।

    নিউজিল্যান্ড হেরাল্ড জানাচ্ছে, শুরুর দিকে ডা. আশমান বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আলাপ করেন। পরে তিনি ইসলামিক উইমেন কাউন্সিল অফ নিউজিল্যান্ড এবং মুসলিম অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের সাথেও কথা বলেন।

    দুটি প্রতিষ্ঠানই ডা. আশমানের উদ্যোগের প্রতি সমর্থন জানায়। কিউইরা কিভাবে এই মাথা ঢেকে রাখবেন তা নিয়ে ডা. আশমান তাদের কাছ থেকে পরামর্শ চান।

    তবে তিনি বলছেন, তিনি ঠিক হিজাব পরার কথা বলছেন না। তার বদলে নিউজিল্যান্ডের নারীরা যেকোনোভাবে কাপড় দিয়ে মাথা ঢেকে মুসলিমদের প্রতি সমর্থন জানালেই চলবে।

    তবে শুক্রবারের এই অনুষ্ঠান নিয়ে নিউজিল্যান্ডের সোশাল মিডিয়ায় অনেকেই বিরোধিতা করছেন। অনেকে বলছেন এতে নারী অধিকারের অবমাননা হবে।
    অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. যাইন আলী বলছেন, এর মধ্য দিয়ে মুসলিম নারীদের অবমাননা হবে না বলেই তিনি বিশ্বাস করেন।

    “কিন্তু এর মাধ্যমে অন্য নারীদের কি অপমান করা হচ্ছে? না, কারণ কাউকে জোর করে মাথায় কাপড় দেয়ানো হচ্ছে না।”

    তিনি বলেন, নিউজিল্যান্ডের নারীরা যদি মাথায় স্কার্ফ পরেন, তার মানে এই নয় যে সৌদি আরব বা ইরানে যা ঘটছে তারা তার সাথে একমত। দুটি ভিন্ন বাস্তবতাকে আলাদা করে দেখার পরিপক্বতা থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
    সূত্র : বিবিসি

    বিশ্বের সুখী দেশের মধ্যে জাপানের অবস্থান ৫৮তম

    বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে সুখী দেশ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে, উচ্চমানের সমাজকল্যাণ এবং শিক্ষাসহ উত্তর ইউরোপীয় দেশসমূহের লোকজন তাদের জীবনযাত্রা নিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্ট। গত বছর থেকে ৪ অবস্থান নিচে নেমে গিয়ে জাপানের অবস্থান দাঁড়ায় ৫৮তম’তে।

    জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রণীত বিশ্ব সুখ প্রতিবেদনে ১৫৬টি দেশ এবং ভূখণ্ডের নাগরিকরা তাদেরকে কতখানি সুখী মনে করেন তার উপর ভিত্তি করে র‍্যাংকিং করা হয়। এই বার্ষিক সমীক্ষা আবার মাথাপিছু মোট অভ্যন্তরীণ উৎপাদন, গড় আয়ু এবং সামাজিক স্বাধীনতার মত নিয়ামকের উপর ভিত্তি করেও চালানো হয়।

    বুধবার প্রকাশিত এই তালিকায় ফিনল্যান্ড পর পর দ্বিতীয় বছরের মত শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, এর পর তৃতীয় অবস্থানে আছে নরওয়ে।

    যুক্তরাজ্যের অবস্থান হচ্ছে ১৫তম, আর যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে ১৯তম।

    জিসেভেনভুক্ত দেশের মধ্যে জাপানের অবস্থান সর্বনিম্নে। এশিয়ায়, জাপানের অবস্থান ২৫তম তাইওয়ান, ৩৪তম সিংগাপুর এবং ৫৪তম দক্ষিণ কোরিয়ারও নিচে।

    জাপান সুস্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকা লোকের সংখ্যাগত দিক দিয়ে ভাল অবস্থানে থাকলেও সামাজিক স্বাধীনতা এবং সহৃদয়তার দিক দিয়ে নিম্ন অবস্থানে রয়েছে।

    ইএসপিএনের শত ক্রীড়াবিদের তালিকায় বাংলাদেশি তিন তারকা

    খেলাধুলার বৈশ্বিক মানচিত্রে ফুটবল, বাস্কেটবল ও টেনিসের দাপটে ক্রিকেটকে খুঁজে পাওয়াই মুশকিল। এর মধ্যে বাংলাদেশ আবার ক্রিকেটে এখনও তরুণ একটি দল। কিন্তু সেই দল থেকেই তিনজন তারকা করে ফেললেন ইতিহাস। ক্রীড়া বিষয়ক দুনিয়ার অন্যতম বৃহত্ সংবাদ সংস্থা ইএসপিএনের বিচারে এই বছরের সবচেয়ে আলোচিত একশ ক্রীড়াবিদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা।

    তালিকায় সাকিবের অবস্থান ৯০, মুশফিকের ৯২ ও মাশরাফি ৯৮তম। এই প্রথম বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ এই তালিকায় ঠাই পেলেন। এই তালিকায় ক্রিকেট থেকে স্থানই পেয়েছেন ১৩ জন ক্রিকেটার। সব কজন ক্রিকেটার ভারত ও বাংলাদেশের। তালিকায় সবার ওপরে আছেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দুই নম্বরে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস। আর তিন নম্বরে আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি। চার নম্বরে ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র।

    এই তালিকায় বাংলাদেশের তিন ক্রিকেটার ছাড়াও আছেন ভারতের আটজন ক্রিকেটার। তারা হলেন, বিরাট কোহলি (৭), মহেন্দ্র সিং ধোনি (১৩), যুবরাজ সিং (১৮), সুরেশ রায়না (২২), রোহিত শর্মা (৪৬), রবিচন্দ্রন অশ্বিন (৪২), হরভজন সিং (৭৪) ও শিখর ধাওয়ান (৯৪)।

    সারা পৃথিবীর ৭৮টি দেশের আট শতাধিক ক্রীড়াবিদের ওপর জরিপ চালিয়ে এই তালিকা তৈরি করেছে ইএসপিএন। মূলত বেশ কিছু মানদণ্ড অনুসরণ করে করা হয়েছে এই তালিকা। এর মধ্যে আছে গুগলে এই তারকাকে কতোটা খোঁজা হয়, ফেসবুক-টুইটারে তাদের অনুসরণকারী কেমন এবং বিভিন্ন বিজ্ঞাপন থেকে তাদের আয় কেমন হয়।

    মসজিদের হামলায় শুধুমাত্র একজন গুলিবর্ষণকারীর বিরুদ্ধে অভিযোগ এনেছে নিউজিল্যান্ডের পুলিশ

    নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার জোর দিয়ে বলেছেন, গত শুক্রবার দু’টি মসজিদে গুলিবর্ষণের ঘটনায় এ মুহূর্তে শুধুমাত্র ব্রেনটন টারান্ট নামক একজন সন্দেহভাজনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

    আজ এক সংবাদ সম্মেলনে মাইক বুশ আরও বলেন যে ঐ হামলায় নিহতের সংখ্যা এখন ৫০ জনে উন্নীত হয়েছে।

    পুলিশ এ ঘটনায় আরও একজন পুরুষ ও নারীকে গ্রেপ্তার করলেও ঐ হামলার সংগে তারা যুক্ত নন বলে এখন তাদের ধারণা।

    বুশ আরও বলেন, ঠিক কতজন এই হামলায় যুক্ত ছিলেন, সেই তথ্য তিনি এখনই চূড়ান্তভাবে জানাবেন না।

    পুলিশ বলছে, ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক টারান্টের নাম কোন নজরদারির তালিকায় ছিল না। তার সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি ঐ হামলার পেছনের কারণ কি হতে পারে, সেটি উদ্ঘাটনের জন্য নিউজিল্যান্ডের পুলিশ অস্ট্রেলীয় পুলিশের সংগে একত্রে কাজ করবে।

    নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল

    নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে মসজিদে অজ্ঞাত বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।

    ক্রাইস্টচার্চ শহরের হ্যাগলি পার্ক মুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে স্থানীয় সময় আজ শুক্রবার বেলা দেড় টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। হামলায় ঠিক কত জন নিহত হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি বলে বিবিসির খবরে বলা হয়েছে।

    জানা যায়, অনুশীলন শেষে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ওই মসজিদে নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশকালে সেখানকার স্থানীয় একজন মসজিদে ঢুকতে নিষেধ করেন।

    ওই ব্যক্তি বলেন, সেখানে সন্ত্রাসী হামলা চালিয়েছে।

    তৎক্ষণাৎ বাংলাদেশি খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে দৌড়ে হ্যাগলি ওভালে চলে আসেন।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস বলেছেন, বাসে করে দলের বেশিরভাগ সদস্যই মসজিদে গিয়েছিল এবং ঠিক যখন হামলার ঘটনাটি ঘটে তারা মসজিদের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল।

    বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমকে জানান, বাংলাদেশ দলের সবাই নিরাপদে আছেন। তাদের কোনো ক্ষতি হয়নি।

    টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা বর্তমানে ক্রাইস্টচার্চে অবস্থান করছেন।