• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • আজ হিজাব পরেছেন নিউজিল্যান্ডের মেয়েরা

    নিউজিল্যান্ডের মুসলমান নারীদের প্রতি সমর্থন জানাতে আজ শুক্রবার সারা দেশজুড়ে নারীরা এক দিনের জন্য মাথা ঢেকে রাখছে। ‘হেডস্কার্ফ ফর হারমনি’র আয়োজকরা বলছেন, কী ধরনের কাপড় মাথায় পরতে হবে, বা কিভাবে তা পরতে হবে, তা নিয়ে বিশেষ কোনো নিয়মকানুন থাকছে না। ক্রাইস্ট চার্চ মসজিদে হামলার ঠিক পরের শুক্রবার এমনভাবে দিনটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    শুধু এর মাধ্যমে কিউইরা নিউজিল্যান্ডের মুসলমান নারীদের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করছেন বলে নিউজিল্যান্ড হেরাল্ড সংবাদপত্র খবর দিয়েছে।

    তবে অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিষয়ক একজন পণ্ডিত ড. যাইন আলী বলছেন, এই অনুষ্ঠানটি নিয়ে তিনি ভীষণভাবে গর্বিত। নিউজিল্যান্ডের মুসলমান নারীরাও অনুষ্ঠানটি নিয়ে গর্বিত হতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
    গত শুক্রবার একজন শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী উগ্রপন্থী নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে।

    নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, ‘হেডস্কার্ফ ফর হারমনি’র ধারণাটা প্রথম আসে অকল্যান্ডের একজন ডাক্তার থায়য়া আশমানের মাথায়।

    ক্রাইস্টচার্চের হামলার পর এক দিন তিনি টিভির খবর দেখতে পান যে একজন মহিলা বলছেন, ঐ ঘটনার পর তিনি হিজাব পরে বাইরে বেরুতে ভয় পাচ্ছেন।

    একথা শুনে তিনি মনে করলেন সারা দেশের মুসলমান নারীদের জন্য কিছু একটা করা দরকার। এরই পথ ধরে ‘হেডস্কার্ফ ফর হারমনি’র শুরু।

    নিউজিল্যান্ড হেরাল্ড জানাচ্ছে, শুরুর দিকে ডা. আশমান বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আলাপ করেন। পরে তিনি ইসলামিক উইমেন কাউন্সিল অফ নিউজিল্যান্ড এবং মুসলিম অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের সাথেও কথা বলেন।

    দুটি প্রতিষ্ঠানই ডা. আশমানের উদ্যোগের প্রতি সমর্থন জানায়। কিউইরা কিভাবে এই মাথা ঢেকে রাখবেন তা নিয়ে ডা. আশমান তাদের কাছ থেকে পরামর্শ চান।

    তবে তিনি বলছেন, তিনি ঠিক হিজাব পরার কথা বলছেন না। তার বদলে নিউজিল্যান্ডের নারীরা যেকোনোভাবে কাপড় দিয়ে মাথা ঢেকে মুসলিমদের প্রতি সমর্থন জানালেই চলবে।

    তবে শুক্রবারের এই অনুষ্ঠান নিয়ে নিউজিল্যান্ডের সোশাল মিডিয়ায় অনেকেই বিরোধিতা করছেন। অনেকে বলছেন এতে নারী অধিকারের অবমাননা হবে।
    অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. যাইন আলী বলছেন, এর মধ্য দিয়ে মুসলিম নারীদের অবমাননা হবে না বলেই তিনি বিশ্বাস করেন।

    “কিন্তু এর মাধ্যমে অন্য নারীদের কি অপমান করা হচ্ছে? না, কারণ কাউকে জোর করে মাথায় কাপড় দেয়ানো হচ্ছে না।”

    তিনি বলেন, নিউজিল্যান্ডের নারীরা যদি মাথায় স্কার্ফ পরেন, তার মানে এই নয় যে সৌদি আরব বা ইরানে যা ঘটছে তারা তার সাথে একমত। দুটি ভিন্ন বাস্তবতাকে আলাদা করে দেখার পরিপক্বতা থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
    সূত্র : বিবিসি

    বিশ্বের সুখী দেশের মধ্যে জাপানের অবস্থান ৫৮তম

    বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে সুখী দেশ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে, উচ্চমানের সমাজকল্যাণ এবং শিক্ষাসহ উত্তর ইউরোপীয় দেশসমূহের লোকজন তাদের জীবনযাত্রা নিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্ট। গত বছর থেকে ৪ অবস্থান নিচে নেমে গিয়ে জাপানের অবস্থান দাঁড়ায় ৫৮তম’তে।

    জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রণীত বিশ্ব সুখ প্রতিবেদনে ১৫৬টি দেশ এবং ভূখণ্ডের নাগরিকরা তাদেরকে কতখানি সুখী মনে করেন তার উপর ভিত্তি করে র‍্যাংকিং করা হয়। এই বার্ষিক সমীক্ষা আবার মাথাপিছু মোট অভ্যন্তরীণ উৎপাদন, গড় আয়ু এবং সামাজিক স্বাধীনতার মত নিয়ামকের উপর ভিত্তি করেও চালানো হয়।

    বুধবার প্রকাশিত এই তালিকায় ফিনল্যান্ড পর পর দ্বিতীয় বছরের মত শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, এর পর তৃতীয় অবস্থানে আছে নরওয়ে।

    যুক্তরাজ্যের অবস্থান হচ্ছে ১৫তম, আর যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে ১৯তম।

    জিসেভেনভুক্ত দেশের মধ্যে জাপানের অবস্থান সর্বনিম্নে। এশিয়ায়, জাপানের অবস্থান ২৫তম তাইওয়ান, ৩৪তম সিংগাপুর এবং ৫৪তম দক্ষিণ কোরিয়ারও নিচে।

    জাপান সুস্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকা লোকের সংখ্যাগত দিক দিয়ে ভাল অবস্থানে থাকলেও সামাজিক স্বাধীনতা এবং সহৃদয়তার দিক দিয়ে নিম্ন অবস্থানে রয়েছে।