• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে ২০১১ সালের মহা-ভূমিকম্প ও সুনামি’তে নিহতদের স্মরণ

    উত্তর-পূর্ব জাপানে ২০১১ সালে মহা-ভূমিকম্প এবং সুনামির আঘাত হানা এলাকার লোকজন ঐ দুর্যোগের অষ্টম বর্ষ পূর্তির একদিন আগে আজ নিহতদের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন।

    ফুকুশিমা জেলার ইওয়াকি শহরে প্রায় ৩০০ ব্যক্তি একটি স্মারক অনুষ্ঠানে অংশ নেন। তয়োমা এলাকার প্রায় ৪শ দালান সুনামির ঢেউয়ে ভেসে গেলে ৭৬ ব্যক্তির মৃত্যুর পাশাপাশি ৭ জন নিখোঁজ হন।

    স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এক মুহূর্তের নীরবতা পালনের পাশাপাশি এ মাসে নির্মাণকাজ শেষ হওয়া একটি নতুন স্মারকস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

    নিহতদের পরিবারের সদস্যদের প্রতিনিধি এবং সুনামিতে স্বামী হারানো চোকো কানারি বলেন, নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে নিজের বেদনাকে স্মরণের পাশাপাশি তিনি তার নিজ-শহরকে ভালবেসে যাবেন।

    উল্লেখ্য, অনেক দূরে থাকা লোকজনকে অংশগ্রহণের সুযোগ দিতে এ বছর রবিবার এই স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জাপানের দ্রুতগতি সম্পন্ন জাহাজের সাথে তিমি মাছের সংঘর্ষের সম্ভাবনা

    জাপানের উপকূল রক্ষী বাহিনী সন্দেহ করছে, একটি জেটইঞ্জিন বিশিষ্ট জাহাজের সংগে হয়ত একটি তিমি মাছের সংঘর্ষ হয়েছে। ঐ সংঘর্ষের মুহূর্ত-খানেক আগে একটি বৃহৎ সাদা বস্তু দেখার দাবি করেছেন জাহাজটির একজন ক্রু সদস্য।
    গতকাল বিকেলে নিগাতা বন্দর থেকে সাদো দ্বীপে যাওয়ার সময় ঐ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮০ ব্যক্তি আহত হন যার মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।
    উপকূল রক্ষী বাহিনীর কর্মকর্তারা বলছেন, জাহাজটির পেছনের দিকে প্রায় ১৫ সেন্টিমিটারের একটি ফাটল দেখা দিয়েছে এবং এর পানির নীচে থাকা পাখাটিও আংশিকভাবে বেঁকে গেছে। তারা বলছেন, সংঘর্ষের সময় সমুদ্র শান্ত ছিল এবং দৃস্টিগ্রাহ্যতাও ভাল ছিল। উল্লেখ্য, পূর্বে একই জলরাশিতে অন্য একটি দ্রুতগতি সম্পন্ন জাহাজের সাথে একটি তিমি মাছের সংঘর্ষ হয়েছিল।

    উপকূল রক্ষী বাহিনী এবং পরিবহন নিরাপত্তা পরিদর্শকরা এখন জাহাজটি পরীক্ষা করে দুর্ঘটনার কারণ নির্ধারণের চেষ্টা চালাচ্ছেন।