• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল

    নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে মসজিদে অজ্ঞাত বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।

    ক্রাইস্টচার্চ শহরের হ্যাগলি পার্ক মুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে স্থানীয় সময় আজ শুক্রবার বেলা দেড় টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। হামলায় ঠিক কত জন নিহত হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি বলে বিবিসির খবরে বলা হয়েছে।

    জানা যায়, অনুশীলন শেষে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ওই মসজিদে নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশকালে সেখানকার স্থানীয় একজন মসজিদে ঢুকতে নিষেধ করেন।

    ওই ব্যক্তি বলেন, সেখানে সন্ত্রাসী হামলা চালিয়েছে।

    তৎক্ষণাৎ বাংলাদেশি খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে দৌড়ে হ্যাগলি ওভালে চলে আসেন।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস বলেছেন, বাসে করে দলের বেশিরভাগ সদস্যই মসজিদে গিয়েছিল এবং ঠিক যখন হামলার ঘটনাটি ঘটে তারা মসজিদের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল।

    বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমকে জানান, বাংলাদেশ দলের সবাই নিরাপদে আছেন। তাদের কোনো ক্ষতি হয়নি।

    টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা বর্তমানে ক্রাইস্টচার্চে অবস্থান করছেন।

    ২০১৯ অর্থ বছরে জাপানে গৃহস্থালি যন্ত্রপাতির চালান হ্রাস পাবে

    জাপানের একটি শিল্প গ্রুপ পূর্বাভাস দিয়েছে যে ২০১৯ অর্থ বছরে গৃহস্থালি যন্ত্রপাতির ভাল বিক্রি অব্যাহত থাকলেও পূর্ববর্তী বছরের চাইতে তা কম হবে।

    জাপানের বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপাদক সমিতি ধারনা করছে যে দেশের ভেতরে যন্ত্রপাতির চালান ২০১৯ অর্থ বছরে পূর্ববর্তী বছরের চাইতে ১.১ শতাংশ হ্রাস পেয়ে ২ লক্ষ ৪১ হাজার কোটি ইয়েন বা ২১৬০ কোটি ডলারে দাঁড়াবে।

    উত্তপ্ত গ্রীষ্মের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এয়ার কন্ডিশনারের বিক্রি সতেজ অবস্থান উপভোগ করে। তবে ভোক্তাদের অনেকে তাঁদের পুরনো যন্ত্র ইতিমধ্যে বদল করে নেয়ায় চাহিদা হ্রাস পেতে পারে।

    কেউ কেউ প্রত্যাশা করছেন যে অক্টোবর মাসে পরিকল্পিত ভোগ্য পণ্য কর বৃদ্ধির আগে লোকজন হয়তো ব্যাপকভাবে কেনাকাটায় জড়িত হতে পারেন। তবে সমিতি এর থেকে বড় কোন সমর্থন প্রত্যাশা করছে না।

    সমিতি পূর্বাভাস দিচ্ছে যে মোট চালানের সবচেয়ে বড় অংশ যে খাতের সেই এয়ার কন্ডিশনারের চালান ৬ শতাংশ বা অর্থের হিসাবে ৬৬০ কোটি ডলার হ্রাস পাবে।

    সমিতি এছাড়া আরও হিসাব করছে যে ফ্রিজের চালানের পরিমাণ হবে ৪১০ কোটি ডলার বা আগের চাইতে ৩.৫ শতাংশ বেশি এবং ওয়াশিং মেশিনের চালান ২.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩২০ কোটি ডলারে দাঁড়াবে।