২০১৯ অর্থ বছরে জাপানে গৃহস্থালি যন্ত্রপাতির চালান হ্রাস পাবে
জাপানের একটি শিল্প গ্রুপ পূর্বাভাস দিয়েছে যে ২০১৯ অর্থ বছরে গৃহস্থালি যন্ত্রপাতির ভাল বিক্রি অব্যাহত থাকলেও পূর্ববর্তী বছরের চাইতে তা কম হবে।
জাপানের বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপাদক সমিতি ধারনা করছে যে দেশের ভেতরে যন্ত্রপাতির চালান ২০১৯ অর্থ বছরে পূর্ববর্তী বছরের চাইতে ১.১ শতাংশ হ্রাস পেয়ে ২ লক্ষ ৪১ হাজার কোটি ইয়েন বা ২১৬০ কোটি ডলারে দাঁড়াবে।
উত্তপ্ত গ্রীষ্মের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এয়ার কন্ডিশনারের বিক্রি সতেজ অবস্থান উপভোগ করে। তবে ভোক্তাদের অনেকে তাঁদের পুরনো যন্ত্র ইতিমধ্যে বদল করে নেয়ায় চাহিদা হ্রাস পেতে পারে।
কেউ কেউ প্রত্যাশা করছেন যে অক্টোবর মাসে পরিকল্পিত ভোগ্য পণ্য কর বৃদ্ধির আগে লোকজন হয়তো ব্যাপকভাবে কেনাকাটায় জড়িত হতে পারেন। তবে সমিতি এর থেকে বড় কোন সমর্থন প্রত্যাশা করছে না।
সমিতি পূর্বাভাস দিচ্ছে যে মোট চালানের সবচেয়ে বড় অংশ যে খাতের সেই এয়ার কন্ডিশনারের চালান ৬ শতাংশ বা অর্থের হিসাবে ৬৬০ কোটি ডলার হ্রাস পাবে।
সমিতি এছাড়া আরও হিসাব করছে যে ফ্রিজের চালানের পরিমাণ হবে ৪১০ কোটি ডলার বা আগের চাইতে ৩.৫ শতাংশ বেশি এবং ওয়াশিং মেশিনের চালান ২.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩২০ কোটি ডলারে দাঁড়াবে।