• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • অস্ট্রেলিয়ায় দুই জাপানি ছাত্রের মৃত্যু

    অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় এক জনপ্রিয় পর্যটন দ্বীপে জাপানী ছাত্র দুই ডুবে মারা গেছে। তাদের বয়স ১৬ বছর। শনিবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

    ছেলে দুটির নিখোঁজ হওয়ার কথা জেনে শুক্রবার রাতে কুইন্সল্যান্ড রাজ্যের অদূরে লেক ম্যাকেনজির কাছে বিশ্ব ঐতিহ্য তালিকাভূক্ত ফ্রাসের পর্যটন দ্বীপে এক জরুরি তল্লাশী ও উদ্ধার অভিযান চালানো হয়। শনিবার সকালে পুলিশ লাশ দুটি সনাক্ত করে।

    পুলিশ পরিদর্শক টনি ক্লাউস শনিবার সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা তাতে সন্দেহ নেই। তাদের ডুবে যাওয়ার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে সন্দেহজনক কিছু বোঝা যাচ্ছে না। তবে বিস্তারিত তদন্ত প্রতিবেদন করা হলে বিষয়টি সম্পর্কে আরো জানা যাবে।’

    তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়ায় জলসীমায় নামার আগে সকলেরই তাদের সাঁতারে কতটুকু দক্ষতা সে সম্পর্কে সচেতন থাকা দরকার’ উল্লেখ করে তিনি বলেন, ‘এদেশে পানিতে নামার ক্ষেত্রে যে সব ঝুকি রয়েছে সে সম্পর্কে সাবধান থাকতে হবে।’

    আরও পড়ুনঃ হাতের লেখা খারাপে নম্বর কম, ঢাবি ছাত্রের আত্মহত্যা

    টনি বলেন, ছেলে দুটির পরিবারকে তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে এবং কর্তৃপক্ষ সহযোগিতার জন্য জাপানের কনসুলেটদের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের দীর্ঘতম বালুদ্বীপ ফ্রাসের,পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় এই সাগর তীর বন্য কুকুরের জন্য বিখ্যাত।

    স্বয়ংক্রিয় পরিবহন সেবা জোটে হোন্ডার যোগদান

    জাপানের মোটরগাড়ি নির্মাতা হোন্ডা মটর স্বয়ংক্রিয় পরিবহন সেবা ব্যবস্থা তৈরি করে নিতে শিল্প খাতের অন্য দুই বিশাল আকারের প্রতিষ্ঠানের সাথে একটি যৌথ উদ্যোগে অংশ নিতে যাচ্ছে।

    টয়োটা ও সফটব্যাংক গত বছর মনে টেকনোলোজিস প্রতিষ্ঠা করে। মনে আজ জানিয়েছে যে কোম্পানির ৯ শতাংশের বেশি অংশীদারিত্ব হোন্ডা কিনে নেবে। টয়োটার অধীনস্থ কোম্পানি, ট্রাক নির্মাতা হিনো মোটরসও সম-পরিমাণ মালিকানা গ্রহণ করবে।

    আগামী তিন বছরে মনে ১০০টির বেশি স্থানীয় সরকারের সাথে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনা করছে। এর লক্ষ্য হচ্ছে ২০২৩ সালের মধ্যেই টয়োটার উন্নয়নাধীন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইলেকট্রিক মোটরযান ব্যবহার করে একটি চলাচল সেবা ব্যবস্থা চালু করা।

    পরীক্ষা প্রক্রিয়ায় হোন্ডার অংশ গ্রহণ কোম্পানির মোটরযানের উপাত্ত ব্যবহারের সুযোগ মনের জন্য করে দেবে।

    যৌথ উদ্যোগ পরিকল্পনার ঘোষণা দেয়ার সময় টয়োটা ও সফটব্যাংক বলেছে, উপাত্ত এবং কৃত্রিম মেধা ব্যবহার করার মধ্যে দিয়ে চলাচল সেবা উন্নত করে নেয়ার লক্ষ্য তারা ধরে নিয়েছে।