স্বয়ংক্রিয় পরিবহন সেবা জোটে হোন্ডার যোগদান

জাপানের মোটরগাড়ি নির্মাতা হোন্ডা মটর স্বয়ংক্রিয় পরিবহন সেবা ব্যবস্থা তৈরি করে নিতে শিল্প খাতের অন্য দুই বিশাল আকারের প্রতিষ্ঠানের সাথে একটি যৌথ উদ্যোগে অংশ নিতে যাচ্ছে।

টয়োটা ও সফটব্যাংক গত বছর মনে টেকনোলোজিস প্রতিষ্ঠা করে। মনে আজ জানিয়েছে যে কোম্পানির ৯ শতাংশের বেশি অংশীদারিত্ব হোন্ডা কিনে নেবে। টয়োটার অধীনস্থ কোম্পানি, ট্রাক নির্মাতা হিনো মোটরসও সম-পরিমাণ মালিকানা গ্রহণ করবে।

আগামী তিন বছরে মনে ১০০টির বেশি স্থানীয় সরকারের সাথে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনা করছে। এর লক্ষ্য হচ্ছে ২০২৩ সালের মধ্যেই টয়োটার উন্নয়নাধীন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইলেকট্রিক মোটরযান ব্যবহার করে একটি চলাচল সেবা ব্যবস্থা চালু করা।

পরীক্ষা প্রক্রিয়ায় হোন্ডার অংশ গ্রহণ কোম্পানির মোটরযানের উপাত্ত ব্যবহারের সুযোগ মনের জন্য করে দেবে।

যৌথ উদ্যোগ পরিকল্পনার ঘোষণা দেয়ার সময় টয়োটা ও সফটব্যাংক বলেছে, উপাত্ত এবং কৃত্রিম মেধা ব্যবহার করার মধ্যে দিয়ে চলাচল সেবা উন্নত করে নেয়ার লক্ষ্য তারা ধরে নিয়েছে।