মসজিদের হামলায় শুধুমাত্র একজন গুলিবর্ষণকারীর বিরুদ্ধে অভিযোগ এনেছে নিউজিল্যান্ডের পুলিশ
নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার জোর দিয়ে বলেছেন, গত শুক্রবার দু’টি মসজিদে গুলিবর্ষণের ঘটনায় এ মুহূর্তে শুধুমাত্র ব্রেনটন টারান্ট নামক একজন সন্দেহভাজনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
আজ এক সংবাদ সম্মেলনে মাইক বুশ আরও বলেন যে ঐ হামলায় নিহতের সংখ্যা এখন ৫০ জনে উন্নীত হয়েছে।
পুলিশ এ ঘটনায় আরও একজন পুরুষ ও নারীকে গ্রেপ্তার করলেও ঐ হামলার সংগে তারা যুক্ত নন বলে এখন তাদের ধারণা।
বুশ আরও বলেন, ঠিক কতজন এই হামলায় যুক্ত ছিলেন, সেই তথ্য তিনি এখনই চূড়ান্তভাবে জানাবেন না।
পুলিশ বলছে, ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক টারান্টের নাম কোন নজরদারির তালিকায় ছিল না। তার সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি ঐ হামলার পেছনের কারণ কি হতে পারে, সেটি উদ্ঘাটনের জন্য নিউজিল্যান্ডের পুলিশ অস্ট্রেলীয় পুলিশের সংগে একত্রে কাজ করবে।