• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী কানে তানাকা

    জাপানের ১১৬ বছর বয়সী নারী কানে তানাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি পেয়েছেন। শনিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সূত্রে এ কথা জানা গেছে।

    কানে তানাকা ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্ম নেন। ওই বছর রাইট ভ্রাতৃদ্বয় মানবেতিহাসের প্রথম বিমান উড্ডয়ন করেন।

    জাপানের পশ্চিমাঞ্চলীয় ফুকুওকার এক নার্সিং হোমে তানাকা বাস করছেন। সিটি মেয়র শচিরো তাকাশিমা ও শুভাকাক্সক্ষীরা মিলে সেখানে তার এ স্বীকৃতি উদযাপন করেছে।

    ‘জীবনের কোন মুহূর্তটিতে তিনি সবচেয়ে সুখী হয়েছিলেন?’ এমন প্রশ্নের জবাবে তানাকা বললেন, ‘এখন’।

    তানাকা ১৯২২ সালে হাইদিও তানাকাকে বিয়ে করেন। তিনি চার সন্তানের জন্ম দেন এবং পঞ্চম একটি সন্তান দত্তক নেন।

    কানে প্রতিদিন ভোর ছয়টায় ঘুম থেকে উঠেন এবং বিকেলে অংক নিয়ে পড়াশুনা এবং ক্যালিওগ্রাফির চর্চা করেন।

    হিরোশিমা শান্তি স্মৃতি জাদুঘরের সংস্কারকৃত অংশ উম্মুক্ত

    হিরোশিমা শান্তি জাদুঘরের নতুনভাবে সংস্কার করা প্রদর্শনীর একটি অংশ গণমাধ্যমের কাছে উন্মুক্ত করে দেয়া হয়েছে।

    গতকাল গণমাধ্যমের কাছে উন্মুক্ত করে দেয়া জাদুঘরের মুল ভবনের এই অংশটিতে ৬ই অগাস্টের হিরোশিমা নামের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৪৫ সালের এদিন যুক্তরাষ্ট্র শহরটির উপর আণবিক বোমা বর্ষণ করেছিল।

    প্রদর্শনীর জন্য রাখা সামগ্রীর মধ্যে, আণবিক বোমায় নিহতদের জিনিষপত্রের পাশাপাশি বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন স্থাপত্য কাঠামোগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

    একটি অংশে, কাজের জন্য কারখানায় পাঠানো নিহত ছাত্রদের টুপি এবং পোষাকসহ লোকজনের উপর পড়া প্রভাবের উপর আলোকপাত করা বিভিন্ন জিনিষ রাখা রয়েছে।

    শহরটির ক্ষয়ক্ষতির জন্য উৎসর্গ করা অপর একটি অংশে আগতরা, বোমা বিস্ফোরণে দুমড়ানো মুচড়ানো একটি ইস্পাতের বীম এবং একটি চিমনি প্রত্যক্ষ করতে সক্ষম হন।

    জাদুঘরের পরিচালক কেনজি শিগা জানান যে, পুনরায় সংস্কার করা প্রদর্শনীটি দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলবে বলে তাঁর বিশ্বাস।

    উল্লেখ্য, প্রায় ২ বছর সংস্কার কাজ করার পর আগামী ২৫শে এপ্রিল জাদুঘরের মুল ভবনটি পুনরায় খুলে দেয়া হবে।