হিরোশিমা শান্তি স্মৃতি জাদুঘরের সংস্কারকৃত অংশ উম্মুক্ত
হিরোশিমা শান্তি জাদুঘরের নতুনভাবে সংস্কার করা প্রদর্শনীর একটি অংশ গণমাধ্যমের কাছে উন্মুক্ত করে দেয়া হয়েছে।
গতকাল গণমাধ্যমের কাছে উন্মুক্ত করে দেয়া জাদুঘরের মুল ভবনের এই অংশটিতে ৬ই অগাস্টের হিরোশিমা নামের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৪৫ সালের এদিন যুক্তরাষ্ট্র শহরটির উপর আণবিক বোমা বর্ষণ করেছিল।
প্রদর্শনীর জন্য রাখা সামগ্রীর মধ্যে, আণবিক বোমায় নিহতদের জিনিষপত্রের পাশাপাশি বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন স্থাপত্য কাঠামোগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
একটি অংশে, কাজের জন্য কারখানায় পাঠানো নিহত ছাত্রদের টুপি এবং পোষাকসহ লোকজনের উপর পড়া প্রভাবের উপর আলোকপাত করা বিভিন্ন জিনিষ রাখা রয়েছে।
শহরটির ক্ষয়ক্ষতির জন্য উৎসর্গ করা অপর একটি অংশে আগতরা, বোমা বিস্ফোরণে দুমড়ানো মুচড়ানো একটি ইস্পাতের বীম এবং একটি চিমনি প্রত্যক্ষ করতে সক্ষম হন।
জাদুঘরের পরিচালক কেনজি শিগা জানান যে, পুনরায় সংস্কার করা প্রদর্শনীটি দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলবে বলে তাঁর বিশ্বাস।
উল্লেখ্য, প্রায় ২ বছর সংস্কার কাজ করার পর আগামী ২৫শে এপ্রিল জাদুঘরের মুল ভবনটি পুনরায় খুলে দেয়া হবে।