জাপানি স্থপতি আরাতা ইসোযাকি’র প্রিটজকার পুরষ্কার লাভ

জাপানি স্থপতি আরাতা ইসোযাকি এ বছরের প্রিটজকার স্থাপত্য পুরষ্কারে ভূষিত হয়েছেন। উল্লেখ্য, অতি সম্মানজনক এই পুরষ্কারকে প্রায়শ স্থাপত্য পেশার নোবেল পুরষ্কার হিসেবে অভিহিত করা হয়।

ঐ পুরষ্কারের আয়োজক হায়াত ফাউন্ডেশনের জুরিরা গতকাল এই ঘোষণা দেন।

বর্তমানে ৮৭ বছর বয়স্ক ইসোযাকি তার প্রাচ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটানো অভিনব নকশার জন্য বিখ্যাত। জাপানের ওইতা জেলা লাইব্রেরি, লস এঞ্জেলস এর মিউজিয়াম অব কন্টোম্পোরারি আর্ট এবং সাংহাইয়ের দি হিমালায়াস সেন্টার তার অন্যতম কিছু স্থাপত্যকর্ম।

হায়াত ফাউন্ডেশনের চেয়ারম্যান টম প্রিটজকার বলেন, ইসোযাকি হলেন জাপানি স্থপতিদের মধ্যে প্রথম একজন যিনি নিজ দেশের বাইরে স্থাপত্য নির্মাণ করেছেন “যখন পশ্চিমা সভ্যতা প্রথাগতভাবে পূর্বের উপর প্রভাব বিস্তার করত।”

তিনি আরও বলেন, এ কারণে “বিশ্ব নাগরিক চিন্তা দ্বারা প্রভাবিত” ইসোযাকির কাজ সত্যিকার অর্থেই আন্তর্জাতিক চরিত্র ধারণ করে।

আগামী মে মাসে ফ্রান্সে ইসোযাকির পুরষ্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে।