• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রথম বাংলাদেশী নারী প্রার্থী

    প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বসতে যাচ্ছেন কোনো বাংলাদেশী নারী। আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত সাবরিনা ফারুকি অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) প্রার্থী হিসেবে লড়বেন। আসন্ন এই নির্বাচনে দেশটির নিউ সাউথ ওয়েলস (এসএসডব্লিউ) আইন পরিষদের একটি আসনে প্রার্থীতা করছেন তিনি।

    অস্ট্রেলিয়ার দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষ এসএসডব্লিউ পরিষদে সাবরিনা ফারুকির প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছে ‘সিডনি মর্নিং হেরাল্ড’ নামের একটি অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম। তাদের প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়, জন্মসূত্রে সাবরিনা বাংলাদেশের নাগরিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন।

    ২০১৪ সালে উচ্চশিক্ষা অর্জনের জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনিতে যান তিনি। পরে সেখানে তিনি ‘ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস’ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ‘ইউনিভার্সিটি অব সিডনি’ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    জাপানের জীবন বিমা কোম্পানিগুলো মিয়ানমারের বাজারের দিকে দৃষ্টি দিচ্ছে

    জাপানের কয়েকটি বিমা কোম্পানি মিয়ানমারে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে। দ্রুত উন্নয়নশীল এই দেশটির জনসংখ্যা পাঁচ কোটিরও বেশি এবং সেখানকার জীবন বিমা বাজারের অনেকটাই এখনও কাজে লাগানো হয়নি।

    মিয়ানমারের আর্থিক কর্তৃপক্ষ চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশি বিমা কোম্পানিগুলোকে সেদেশে কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়।

    দাই-ইচি জীবন বিমা কোম্পানি গত সপ্তাহে লাইসেন্সের আবেদনের জন্য কাগজপত্র জমা দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করার অনুমতি না পেলে তারা স্থানীয় একটি কোম্পানির সাথে কাজ করবেন।

    নিপ্পন জীবন বিমা এবং তাইয়ো জীবন বিমা কোম্পানি ইতোমধ্যে স্থানীয় কোম্পানির সাথে যৌথ উদ্যোগে কাজ করার প্রস্তুতি শুরু করেছে। কোম্পানি দু’টি জানিয়েছে তারা এই গ্রীষ্মকাল থেকে আগেভাগেই বিক্রয় শুরু করে দিতে পারে।