• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • অনলাইনে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের প্রচার নিষিদ্ধ করবে ফেইসবুক

    যুক্তরাষ্ট্রের বিশাল আকারের সামাজিক নেটওয়ার্ক ফেইসবুক নিজেদের প্ল্যাটফর্মে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদের প্রশংসা, সমর্থন ও প্রতিনিধিত্ব নিষিদ্ধ করে একটি ঘোষণা প্রচার করেছে।

    ফেইসবুক গতকাল জানায় যে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা কার্যকর হবে। নতুন এই নিয়ম ফেইসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামের বেলাতেও প্রযোজ্য হবে।

    কোম্পানি বলছে তাদের নীতি অনেকদিন থেকেই শ্বেতাঙ্গ আধিপত্য সহ বর্ণ, জাতি ও ধর্ম-ভিত্তিক ঘৃণামূলক আচরণ নিষিদ্ধ করেছে। তবে সামাজিক নেটওয়ার্ক আরও উল্লেখ করে যে মানুষের পরিচয়ের যা একটি গুরুত্বপূর্ণ অংশ, সেই “জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ নিয়ে বিস্তৃত ধারণার আলোকে” তারা চিন্তাভাবনা করায় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের বেলায় একই যৌক্তিকতা তারা প্রয়োগ করেনি।

    ফেইসবুক বলেছে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ তারা নিয়েছে।

    নিউজিল্যান্ডে ৫০ ব্যক্তির প্রাণহানি ঘটানো মসজিদ হামলার দু’সপ্তাহ পর এই পদক্ষেপ নেয়া হল। নিজেদের প্ল্যাটফর্মে শ্বেতাঙ্গ আধিপত্য ও অন্যান্য বর্ণবাদী বার্তা সংযুক্ত রাখার জন্য ব্যাপক সমালোচনার মুখে ফেইসবুককে পড়তে হয়।

    ঢাকায় বহুতলা ভবনে আগুনে ১৯ জন নিহত

    বাংলাদেশের পুলিশ জানিয়েছে ঢাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুনে পুড়ে ১৯ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

    বৃহস্পতিবার ২২ তলা ভবনটির ৬ষ্ঠ তলায় প্রথমে আগুন লাগে, এবং তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

    আগুন লাগার সাত ঘন্টা পরে অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টারের সহায়তায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক অবস্থায় তাদের উপরের তলাগুলোতে পানি ছিটানোর সরঞ্জামের অপ্রতুলতা ছিল।

    অগ্নিনির্বাপক কর্মীরা জানায় কিছু তলা এতটাই গরম ছিল যে প্রবেশ করা যাচ্ছিল না, এবং এটি তাদের পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং নিখোঁজ লোকদের খুঁজে বের করতে ও উদ্ধার তৎপরতা চালাতে বাধা দিচ্ছিল।

    ঢাকায় জাপানি দূতাবাস জানায় ভবনটি এমন এলাকায় অবস্থিত যেখানে অনেক বিদেশি কোম্পানির অফিস অবস্থিত।

    আগুন থেকে পালিয়ে বাঁচা একজন জানায় ভবনটির অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করছিল না।