ঢাকায় বহুতলা ভবনে আগুনে ১৯ জন নিহত

বাংলাদেশের পুলিশ জানিয়েছে ঢাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুনে পুড়ে ১৯ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

বৃহস্পতিবার ২২ তলা ভবনটির ৬ষ্ঠ তলায় প্রথমে আগুন লাগে, এবং তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সাত ঘন্টা পরে অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টারের সহায়তায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক অবস্থায় তাদের উপরের তলাগুলোতে পানি ছিটানোর সরঞ্জামের অপ্রতুলতা ছিল।

অগ্নিনির্বাপক কর্মীরা জানায় কিছু তলা এতটাই গরম ছিল যে প্রবেশ করা যাচ্ছিল না, এবং এটি তাদের পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং নিখোঁজ লোকদের খুঁজে বের করতে ও উদ্ধার তৎপরতা চালাতে বাধা দিচ্ছিল।

ঢাকায় জাপানি দূতাবাস জানায় ভবনটি এমন এলাকায় অবস্থিত যেখানে অনেক বিদেশি কোম্পানির অফিস অবস্থিত।

আগুন থেকে পালিয়ে বাঁচা একজন জানায় ভবনটির অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করছিল না।