• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • একটি ভুল মাসআলা

    Posted by admin on March 14
    Posted in Uncategorized 

    একটি ভুল মাসআলা

    মশার রক্ত লেগে থাকলে কি নামায হয় না?

    কিছু মানুষকে বলতে শোনা যায়- ‘তোমার কাপড়ে মশার রক্ত লেগে ছিল; তোমার নামায হয়নি।’ তাদের ধারণা, মশার রক্ত লেগে থাকলে নামায হয় না। তাদের এ ধারণা ঠিক নয়।

    হাসান বসরী রাহ., আতা ইবনে আবী রাবাহ রাহ., আবু জাফর রাহ., উরওয়া ইবনে যুবাইর রাহ. প্রমুখ তাবেয়ী থেকে বর্ণিত আছে যে, কাপড়ে মশা-মাছির রক্ত লাগলে কোনো সমস্যা নেই। [দ্র. মুসান্নাফে ইবনে আবি শায়বা, (মাকতাবাতুর রুশদ,. রিয়াদ) বর্ণনা ২০১৯, ২০২০, ২০২১]

    তবে নযরে পড়লে এ রক্ত ধুয়ে নেওয়া যে ভালো তা তো আর বলার অপেক্ষা রাখে না।

    নিক্কেই শেয়ারের মূল্য পতন

    টোকিও শেয়ার বাজারে মুখ্য নিক্কেই গড় শেয়ারের মূল্য আজ দিনের শেষে কিছুটা হ্রাস পেয়েছে। পূর্ববর্তী দিনে শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে অর্জিত মুনাফা ধরে রাখার জন্য বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেয়ার ফলে এই মূল্য পতন ঘটল। উল্লেখ্য, বিনা চুক্তিতে ব্রেক্সিট এড়িয়ে যেতে পারে বৃটেন বলে বাজারে দেখা দেয়া ইতিবাচক মনোভাবের ফলে শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছিল।

    নিক্কেই গড় শেয়ারের মূল্য মঙ্গলবার দিন শেষের তুলনায় ২১৩ পয়েন্ট হ্রাস পেয়ে ২১ হাজার ২৯০ পয়েন্টে আজ দিন শেষ করেছে। অল্প সময়ের জন্য শেয়ারের মূল্য ৩০০ পয়েন্টের বেশি হ্রাস পেয়েছিল।

    ব্রেক্সিট নিয়ে দেখা দেয়া অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ার কারণে পূর্ববর্তী দিনে শেয়ারের মূল্যে যে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল সেই মুনাফা ধরে রাখতে বিস্তৃত ধরনের শেয়ার বিক্রি করা হয় বাজারে, যেটাকে বিশ্লেষকরা মূল্য হ্রাসের কারণ হিসাবে উল্লেখ করেছেন।