• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার শিকার মসজিদটি পুনরায় খোলা হয়েছে

    নিউজিল্যান্ডের শহর ক্রাইস্ট চার্চে, গত সপ্তাহে একজন বন্দুকধারীর হামলায় প্রার্থনারত ৫০ জন মুসলমান নিহত হওয়ার পর মসজিদ দুটি পুনরায় খুলে দেয়া হয়েছে।

    পুলিশ, ১৫ই মার্চ সংঘটিত হামলার ঘটনাস্থলের তদন্ত কাজ শেষ করার পর কর্মীরা ভবনগুলোর মেরামত কাজ শেষ করেন।

    স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে, ৪২ জন নিহত হওয়া আল নুর মসজিদটির অভ্যন্তরের দেয়ালগুলো পুনরায় রং করা এবং নতুন কার্পেট প্রতিস্থাপনসহ দুঃখজনক ঘটনাটির সবধরনের চিহ্ন সরিয়ে নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

    মুসল্লিরা, নামায পড়তে মসজিদটিতে আসেন। এক ব্যক্তি, মসজিদটি পুনরায় খুলে দেয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি, একসাথে নামায পড়ার সময় অনেক মুসল্লি অশ্রু বিসর্জন করেন বলে জানান।

    মসজিদটির বাইরে প্রায় ৩ হাজার লোক সমবেত হয়ে, নিহতদের জন্য শোক এবং তাঁদের পরিবারের সাথে সংহতি প্রকাশ করতে শহরের মধ্য দিয়ে হেঁটে যান।

    এপ্রিল থেকে বিদেশি বাসিন্দাদের জন্য নতুন সেবা

    এপ্রিল মাস থেকে আরও বেশী বিদেশি কর্মী নেয়ার প্রস্তুতি গ্রহণের মাঝে জাপানের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিদেশি বাসিন্দাদের জন্য নতুন কিছু সেবা চালু করছে।

    ওয়ান ভিসা নামক টোকিও ভিত্তিক একটি উদ্যোগী কোম্পানি, বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে সহায়তা প্রদান করছে। কোম্পানিটি, আগামী মাস থেকে বসবাসের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করার সেবা প্রদান শুরু করা হবে বলে জানায়।

    এই কোম্পানি বলে যে, কনভিনিয়েন্স ষ্টোরে স্বয়ংক্রিয় টাকা তোলার মেশিন স্থাপনকারী সেভেন ব্যাংকের সাথে জোট বেঁধে তারা জাপানে আসার পরপরই বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার কাজে সহায়তা করবে।

    চাকুরীর ব্যবস্থাকারী একটি বড় কোম্পানি পাসোনা, এপ্রিল মাস থেকে বাসিন্দা হিসাবে নিবন্ধন এবং বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাদির চুক্তির মত সাধারণ সহায়তা প্রদানের কাজ শুরু করবে। তাছাড়া কোম্পানিটি, জাপানি ভাষা ও ব্যবসায়ী আচার আচরণের প্রশিক্ষণ প্রদান করবে।

    উল্লেখ্য যে জাপানে আরও বেশি বিদেশিদের কাজ করার সুযোগ দেয়ার লক্ষ্যে সংশোধিত অভিবাসন আইন এপ্রিল মাস থেকে কার্যকর হবে।