এপ্রিল থেকে বিদেশি বাসিন্দাদের জন্য নতুন সেবা
এপ্রিল মাস থেকে আরও বেশী বিদেশি কর্মী নেয়ার প্রস্তুতি গ্রহণের মাঝে জাপানের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিদেশি বাসিন্দাদের জন্য নতুন কিছু সেবা চালু করছে।
ওয়ান ভিসা নামক টোকিও ভিত্তিক একটি উদ্যোগী কোম্পানি, বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে সহায়তা প্রদান করছে। কোম্পানিটি, আগামী মাস থেকে বসবাসের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করার সেবা প্রদান শুরু করা হবে বলে জানায়।
এই কোম্পানি বলে যে, কনভিনিয়েন্স ষ্টোরে স্বয়ংক্রিয় টাকা তোলার মেশিন স্থাপনকারী সেভেন ব্যাংকের সাথে জোট বেঁধে তারা জাপানে আসার পরপরই বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার কাজে সহায়তা করবে।
চাকুরীর ব্যবস্থাকারী একটি বড় কোম্পানি পাসোনা, এপ্রিল মাস থেকে বাসিন্দা হিসাবে নিবন্ধন এবং বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাদির চুক্তির মত সাধারণ সহায়তা প্রদানের কাজ শুরু করবে। তাছাড়া কোম্পানিটি, জাপানি ভাষা ও ব্যবসায়ী আচার আচরণের প্রশিক্ষণ প্রদান করবে।
উল্লেখ্য যে জাপানে আরও বেশি বিদেশিদের কাজ করার সুযোগ দেয়ার লক্ষ্যে সংশোধিত অভিবাসন আইন এপ্রিল মাস থেকে কার্যকর হবে।