নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার শিকার মসজিদটি পুনরায় খোলা হয়েছে

নিউজিল্যান্ডের শহর ক্রাইস্ট চার্চে, গত সপ্তাহে একজন বন্দুকধারীর হামলায় প্রার্থনারত ৫০ জন মুসলমান নিহত হওয়ার পর মসজিদ দুটি পুনরায় খুলে দেয়া হয়েছে।

পুলিশ, ১৫ই মার্চ সংঘটিত হামলার ঘটনাস্থলের তদন্ত কাজ শেষ করার পর কর্মীরা ভবনগুলোর মেরামত কাজ শেষ করেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে, ৪২ জন নিহত হওয়া আল নুর মসজিদটির অভ্যন্তরের দেয়ালগুলো পুনরায় রং করা এবং নতুন কার্পেট প্রতিস্থাপনসহ দুঃখজনক ঘটনাটির সবধরনের চিহ্ন সরিয়ে নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

মুসল্লিরা, নামায পড়তে মসজিদটিতে আসেন। এক ব্যক্তি, মসজিদটি পুনরায় খুলে দেয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি, একসাথে নামায পড়ার সময় অনেক মুসল্লি অশ্রু বিসর্জন করেন বলে জানান।

মসজিদটির বাইরে প্রায় ৩ হাজার লোক সমবেত হয়ে, নিহতদের জন্য শোক এবং তাঁদের পরিবারের সাথে সংহতি প্রকাশ করতে শহরের মধ্য দিয়ে হেঁটে যান।