জাপানে আড়াই শো কোটি বছরের পুরনো শিলাখণ্ড উদ্ধার

জাপানি গবেষকদের একটি দল দেশে এ যাবতকালের সবচেয়ে পুরনো শিলাখণ্ড খুঁজে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন। তারা বলেন, প্রায় আড়াই শো কোটি বছরের পুরনো এই শিলাখণ্ডগুলি জাপান দ্বীপপুঞ্জ কীভাবে গঠিত হোল তা জানতে সাহায্য করবে।

হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ইয়াসুতাকা হায়াসাকা’র নেতৃত্বাধীন দলটি সোমবার তাদের গবেষণার ফলাফল ঘোষণা করেন।

পশ্চিম জাপানের শিমানে জেলার দুটি এলাকায় ২০১৭ সালে এই শিলাখণ্ডগুলি খুঁজে পাওয়া যায়। পরীক্ষা নিরীক্ষার পরে গবেষকরা এই উপসংহারে পৌঁছান যে প্রায় আড়াই শো কোটি বছর আগে ভূপৃষ্ঠের উপরিভাগের তলায় ম্যাগমা কঠিন আকার ধারন ক’রে এই শিলায় পরিণত হয়।

এর আগের রেকর্ডটি সৃষ্টি করে ২শো কোটি বছরের পুরনো শিলাখণ্ড যা খুঁজে পাওয়া গিয়েছিল মধ্য জাপানের গিফু জেলায় ১৯৭০ সালে।

গবেষকরা বলছেন, প্রাচীন এই শিলার জন্ম সেই সময় যখন জাপান দ্বীপপুঞ্জ এশীয়া মহাদেশের সাথে যুক্ত ছিল।

তারা বলেন, জাপান দ্বীপপুঞ্জ কীভাবে তৈরি হোল, তা জানতে সাহায্য করবে এই প্রাচীন শিলা।