জাপানের দ্রুতগতি সম্পন্ন জাহাজের সাথে তিমি মাছের সংঘর্ষের সম্ভাবনা
জাপানের উপকূল রক্ষী বাহিনী সন্দেহ করছে, একটি জেটইঞ্জিন বিশিষ্ট জাহাজের সংগে হয়ত একটি তিমি মাছের সংঘর্ষ হয়েছে। ঐ সংঘর্ষের মুহূর্ত-খানেক আগে একটি বৃহৎ সাদা বস্তু দেখার দাবি করেছেন জাহাজটির একজন ক্রু সদস্য।
গতকাল বিকেলে নিগাতা বন্দর থেকে সাদো দ্বীপে যাওয়ার সময় ঐ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮০ ব্যক্তি আহত হন যার মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।
উপকূল রক্ষী বাহিনীর কর্মকর্তারা বলছেন, জাহাজটির পেছনের দিকে প্রায় ১৫ সেন্টিমিটারের একটি ফাটল দেখা দিয়েছে এবং এর পানির নীচে থাকা পাখাটিও আংশিকভাবে বেঁকে গেছে। তারা বলছেন, সংঘর্ষের সময় সমুদ্র শান্ত ছিল এবং দৃস্টিগ্রাহ্যতাও ভাল ছিল। উল্লেখ্য, পূর্বে একই জলরাশিতে অন্য একটি দ্রুতগতি সম্পন্ন জাহাজের সাথে একটি তিমি মাছের সংঘর্ষ হয়েছিল।
উপকূল রক্ষী বাহিনী এবং পরিবহন নিরাপত্তা পরিদর্শকরা এখন জাহাজটি পরীক্ষা করে দুর্ঘটনার কারণ নির্ধারণের চেষ্টা চালাচ্ছেন।