জাপানে ২০১১ সালের মহা-ভূমিকম্প ও সুনামি’তে নিহতদের স্মরণ

উত্তর-পূর্ব জাপানে ২০১১ সালে মহা-ভূমিকম্প এবং সুনামির আঘাত হানা এলাকার লোকজন ঐ দুর্যোগের অষ্টম বর্ষ পূর্তির একদিন আগে আজ নিহতদের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন।

ফুকুশিমা জেলার ইওয়াকি শহরে প্রায় ৩০০ ব্যক্তি একটি স্মারক অনুষ্ঠানে অংশ নেন। তয়োমা এলাকার প্রায় ৪শ দালান সুনামির ঢেউয়ে ভেসে গেলে ৭৬ ব্যক্তির মৃত্যুর পাশাপাশি ৭ জন নিখোঁজ হন।

স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এক মুহূর্তের নীরবতা পালনের পাশাপাশি এ মাসে নির্মাণকাজ শেষ হওয়া একটি নতুন স্মারকস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

নিহতদের পরিবারের সদস্যদের প্রতিনিধি এবং সুনামিতে স্বামী হারানো চোকো কানারি বলেন, নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে নিজের বেদনাকে স্মরণের পাশাপাশি তিনি তার নিজ-শহরকে ভালবেসে যাবেন।

উল্লেখ্য, অনেক দূরে থাকা লোকজনকে অংশগ্রহণের সুযোগ দিতে এ বছর রবিবার এই স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়।