বিশ্বের সুখী দেশের মধ্যে জাপানের অবস্থান ৫৮তম

বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে সুখী দেশ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে, উচ্চমানের সমাজকল্যাণ এবং শিক্ষাসহ উত্তর ইউরোপীয় দেশসমূহের লোকজন তাদের জীবনযাত্রা নিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্ট। গত বছর থেকে ৪ অবস্থান নিচে নেমে গিয়ে জাপানের অবস্থান দাঁড়ায় ৫৮তম’তে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রণীত বিশ্ব সুখ প্রতিবেদনে ১৫৬টি দেশ এবং ভূখণ্ডের নাগরিকরা তাদেরকে কতখানি সুখী মনে করেন তার উপর ভিত্তি করে র‍্যাংকিং করা হয়। এই বার্ষিক সমীক্ষা আবার মাথাপিছু মোট অভ্যন্তরীণ উৎপাদন, গড় আয়ু এবং সামাজিক স্বাধীনতার মত নিয়ামকের উপর ভিত্তি করেও চালানো হয়।

বুধবার প্রকাশিত এই তালিকায় ফিনল্যান্ড পর পর দ্বিতীয় বছরের মত শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, এর পর তৃতীয় অবস্থানে আছে নরওয়ে।

যুক্তরাজ্যের অবস্থান হচ্ছে ১৫তম, আর যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে ১৯তম।

জিসেভেনভুক্ত দেশের মধ্যে জাপানের অবস্থান সর্বনিম্নে। এশিয়ায়, জাপানের অবস্থান ২৫তম তাইওয়ান, ৩৪তম সিংগাপুর এবং ৫৪তম দক্ষিণ কোরিয়ারও নিচে।

জাপান সুস্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকা লোকের সংখ্যাগত দিক দিয়ে ভাল অবস্থানে থাকলেও সামাজিক স্বাধীনতা এবং সহৃদয়তার দিক দিয়ে নিম্ন অবস্থানে রয়েছে।