জাপানের সম্রাট এবং সম্রাজ্ঞীর প্রথম সম্রাট জিন্মুর সমাধিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

জাপানের সম্রাট আকিহিতো এবং সম্রাজ্ঞী মিচিকো সম্রাট জিন্মুর সমাধিসৌধে তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন। এটি এপ্রিলের ৩০ তারিখে সম্রাটের সিংহাসন ত্যাগের আনুষ্ঠানিকতার একটি অংশ।

মঙ্গলবার নারা এলাকার কাশিহারা শহরে ট্রেনে যাত্রা করার পূর্বে সম্রাট এবং সম্রাজ্ঞী গতকাল কিয়োতো ছিলেন। সেইসময় এই যুগল বিখ্যাত প্রথম সম্রাটের সমাধিতে যান।

আনুষ্ঠানিক পোষাকে এবং রাজকীয় গৃহস্থালি সংস্থার একজন কর্মকর্তার সহযোগিতায় সম্রাট ধীরগতিতে হেঁটে বেদীর কাছে যান। সেখানে তিনি পবিত্র গাছের একটি পাতা অর্পণ করেন এবং শ্রদ্ধায় মাথা নত করেন। সম্রাজ্ঞী তাঁকে অনুসরণ করেন।

সম্রাট এর আগে ১৯৯০ সালের ডিসেম্বরে সিংহাসনে আরোহণের সময় সম্রাজ্ঞীসহ এই সমাধিসৌধে এসেছিলেন।