• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিদেশিদের জন্য করোনাভাইরাস বিষয়ক পরামর্শ সেবা

    নতুন করোনাভাইরাস নিয়ে পরামর্শ চাওয়া জাপানি ভাষায় কথা না বলা বিদেশিরা জাপান পর্যটন সংস্থা এবং কিছু স্থানীয় সরকার পরিচালিত টেলিফোন হটলাইনে কথা বলতে পারবেন।

    পর্যটন সংস্থা ইংরেজি, চীনা এবং কোরীয় ভাষায় দিনরাত ২৪ ঘণ্টা পরামর্শ সেবা প্রদান করছে। এর নম্বর হল ০৫০-৩৮১৬-২৭৮৭।

    টোকিও মেট্রোপলিটন সরকারও একটি করোনাভাইরাস কল সেন্টার স্থাপন করেছে যেটি ইংরেজি, চীনা ও কোরীয় ভাষায় পরামর্শ সেবা দিচ্ছে। এর নম্বর হল ০৫৭০-৫৫০৫৭১। এটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে।

    কর্মকর্তারা বলছেন, টেলিফোনে খোঁজ নেয়া অনেক ব্যক্তিই এই ভেবে উদ্বিগ্ন ছিলেন যে তারা সম্ভবত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বা সংক্রমণ প্রতিরোধ এবং এর চিকিৎসা নিয়ে তারা পরামর্শ চেয়েছেন।

    টোকিও’ও চিকিৎসা সেবা নিয়ে টেলিফোনে ইংরেজি, চীনা, কোরীয়, থাই এবং স্প্যানিশ ভাষায় পরামর্শ প্রদান করছে।

    কর্মকর্তারা বলছেন, ভাইরাস পরীক্ষা করতে চাওয়ার পাশাপাশি সংক্রমিত হননি, চাকুরিদাতাদের কাছে এরকম সনদ দেয়ার অনুরোধ পাওয়া ব্যক্তিদের কাছ থেকেও অনেক টেলিফোন কল তারা পেয়েছেন।

    সংক্রমিত হয়েছে বলে সন্দেহ হওয়া ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য সেবা দপ্তরে যোগাযোগ করা উচিত। তবে সেখানকার কর্মকর্তারা বিদেশি ভাষায় কথা বলবেন এমন নিশ্চয়তা নেই।

    জুলাই ২০২১ সালের প্রতি টোকিও অলিম্পিক আয়োজকদের সমর্থন

    টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজক কমিটির, আগামী বছর জুলাই মাস পর্যন্ত ক্রীড়ানুষ্ঠানটি বিলম্বিত করার ধারণার প্রতি সমর্থন জানানোর সম্ভাবনা রয়েছে।

    করোনাভাইরাস মহামারীর কারণে গত সপ্তাহে স্থগিত হয়ে যাওয়ার পর থেকে উক্ত কমিটি, নতুন সময়সূচী নির্ধারণ এবং ক্রীড়ানুষ্ঠানের জন্য স্থান নিশ্চিতকরণের কাজ করে আসছে।

    এনএইচকের সূত্রগুলো, ভাইরাস নিয়ন্ত্রণ, প্রস্তুতি গ্রহণ এবং ক্রীড়াবিদ বাছাইয়ের জন্য প্রয়োজনীয় সময় বিবেচনা করে কমিটিতে, আগামী বছর জুলাই মাসে অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান উদ্বোধনের বিকল্পের প্রতি সমর্থন বৃদ্ধি পাচ্ছে বলে জানায়।

    আগামী ২৩শে জুলাই অলিম্পিকের উদ্বোধন হতে পারে। উল্লেখ্য, মূলত চলতি বছরের ২৪শে জুলাই ক্রীড়ানুষ্ঠানটি আরম্ভ হওয়ার কথা ছিল।

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ, গ্রীষ্মকাল ছাড়াও ক্রীড়ানুষ্ঠানটি আয়োজনের অন্যান্য বিকল্প রয়েছে বলে উল্লেখ করেন।

    কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন, গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময় থেকে সরিয়ে বসন্তকালে ক্রীড়ানুষ্ঠান আয়োজনের মত ধারণার উল্লেখ করে।

    টোকিও অলিম্পিক আয়োজক কমিটি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি এবং টোকিও মহানগর সরকারের সঙ্গে আলোচনার পর চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি সিদ্ধান্তে পৌঁছানোর আশাবাদ পোষণ করছে।