• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

    বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

    গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর থেকেই প্রাণঘাতী এই ভাইরাসটির মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করে একটি টালি প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ।

    করোনা ভাইরাস চীন থেকে ছড়িয়ে পড়লেও এতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৩ হাজার৪শ৫জন, আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ । এদিকে জার্মানি, ইরান, স্পেনে করোনা ভাইরাসে সাড়ে চার হাজারের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২০০ জন।এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ হাজার। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, ভারতেও করোনা ভাইরাসে নতুন করে দুজনের মৃত্যু হয়েছে।

    প্রশ্নোত্তরে করোনাভাইরাস

    এবারে করোনাভাইরাস নিয়ে আমাদের শ্রোতাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এন এইচ কে’র বিশেষজ্ঞরা। আজকের প্রশ্ন হল, “আমাদের কাপড় আমরা কিভাবে জীবাণু-মুক্ত করতে পারি?” ধুয়ে ফেলার মধ্যে দিয়ে ভাইরাস আমরা মুছে ফেলতে পারি কিনা এবং কাপড় জীবাণু-মুক্ত করায় এলকোহল ব্যবহার করা উচিৎ হবে কিনা, তা আমরা এখানে জানতে পারবো।

    জাপানের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমিতির এরিসা সুগাওয়ারা বলছেন, কাপড়ে এলকোহল জীবাণু-মুক্তকরণ ব্যবহারের কোন দরকার নেই। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে নিয়মিত ধুয়ে নেয়ার প্রক্রিয়ায় অধিকাংশ ভাইরাস মুছে যায়, যদিও নতুন করোনা ভাইরাসের বেলায় এটা এখনও প্রমাণিত হয়নি।

    কাশি কিংবা হাঁচি পাওয়ার সময় মুখ ঢেকে রাখার জন্য ব্যবহার করা রুমালের মত যেসব সামগ্রীর বেলায় ভাইরাস সংক্রমিত হওয়ার বিশেষ ঝুঁকি রয়েছে, সেগুলো ১৫ থেকে ২০ মিনিট ফুটন্ত পানিতে ভিজিয়ে রাখার সুপারিশ সুগাওয়ারা করছেন।