• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • অপ্রতুল বাতাস চলাচলের স্থান এড়িয়ে চলার পরামর্শ জাপানি বিশেষজ্ঞদের

    একদল বিশেষজ্ঞ জানিয়েছেন ধারণা করা হচ্ছে জাপানে মৃদু লক্ষণ থাকা লোকজন অনিচ্ছাকৃতভাবে নতুন করোনাভাইরাসের বিস্তার ঘটাচ্ছে এবং তাদের যেখানে বাতাস চলাচল অপ্রতুল সেসব জনবহুল স্থান এড়িয়ে চলা উচিত।

    সোমবার কোভিড-১৯ প্রাদুর্ভাবের জন্য গঠিত একটি সরকারি টাস্ক ফোর্সের একটি বিশেষজ্ঞ দল সাম্প্রতিক পরিস্থিতি এবং করণীয় শীর্ষক তাদের মতামত প্রকাশ করেছে।

    দলটি বলছে সাম্প্রতিক দিনগুলোতে লক্ষ্য করা গেছে যে মৃদু লক্ষণ থাকা তরুণ লোকজন হয়তো জনসমাগম স্থানে অজান্তে ভাইরাসের বিস্তার ঘটানোর ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করছে।

    তারা বলছে প্রায় ৮০ শতাংশ সংক্রমিত ব্যক্তি ভাইরাসের বিস্তার ঘটাচ্ছে না। তবে এটি কিছু ঘটনার তালিকা করেছে যেখানে একজন ব্যক্তি লাইভ সঙ্গীত কনসার্ট, স্পোর্টস জিম এবং বুফে রেস্তোরাঁর মত বদ্ধ স্থানে কাছাকাছি সংস্পর্শে আসা একাধিক ব্যক্তিকে সংক্রমিত করেছেন।

    দলটি জাপানের সর্বোচ্চ আক্রান্ত উত্তরাঞ্চলীয় জেলা হোক্কাইদোর পরিস্থিতি বিশ্লেষন করেছে। দলটি লক্ষ্য করে যে শহরাঞ্চলে সামাজিক এবং অর্থনৈতিকভাবে সক্রিয় লোকজনের সমবেত হওয়ার স্থানে সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে।

    দলটি জানায় আগামী দু’সপ্তাহ এধরণের জনবহুল স্থান এড়িয়ে চলাই রোগের বিস্তার রোধ করতে পারে।

    বিশেষজ্ঞরা যদি সাধারণ সর্দি-জ্বরের মত মৃদু লক্ষণ থাকে তবে বাতাস চলাচল অপ্রতুল থাকা স্থানের অনুষ্ঠান এবং ছোট জায়গায় একে অপরের সাথে যোগাযোগ করা লোকজনকে এড়িয়ে চলতে বলেছে এবং বাড়ির বাইরে যাওয়া হতে বিরত থাকতে সেসব লোকজনের প্রতি আহবান জানিয়েছে।

    দলটি জানিয়েছে সংক্রমণের ঝুঁকি কমে যাবে যদি লোকজন এর পরিবর্তে কম লোকের সংশ্লিষ্টতা থাকা স্থানে বেড়ানো বা কাজকর্ম করে। তারা কিছুটা দূরত্ব বজায় রেখে অন্য লোকের সাথে কথা বলতে তাদের উপদেশ দেন।

    দলটি জানায় ১০ থেকে ৩৯ বছর বয়সী লোকেরা অন্য লোকজনের মধ্যে ভাইরাস ছড়াতে পারে যাদের গুরুতর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তারা বলেন অপ্রতুল বাতাস চলাচলের স্থানে ভীড় এড়িয়ে তরুণ লোকজন সংবেদনশীল লোকদের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে।

    করোনাভাইরাসের চিকিৎসা নীতি হালনাগাদ করেছে জাপান

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করোনাভাইরাসের বিস্তারের পথ বন্ধ করতে নতুন নির্দেশিকার সমন্বয় করেছে। এরমধ্যে মন্ত্রণালয় মৃদু লক্ষণ দেখা দেওয়া রোগীদের নিরাময় না হওয়া পর্যন্ত বাড়িতে থাকতে বলার জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছে।

    নতুন করোনাভাইরাসের সামাল দিতে জাপান সরকার গত মাসে পরিকল্পনা দিয়েছিল। তবে বলেছিল যে কিছু নীতির পরিবর্তন হতে পারে যদি কিছু অঞ্চলে উল্লেখযোগ্য হারে রোগীর সংখ্যা বাড়ে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিকল্পনায় বলা হয়েছে ব্যাপকভাবে প্রাদুর্ভাব দেখা দেয়া স্থানে গুরুতর অসুস্থ রোগীদের ভাইরাসের পরীক্ষা করা হবে এবং মৃদু লক্ষণ দেখা যাওয়া রোগীদের পরীক্ষা করা হবে না।

    যদি হাসপাতালে শয্যাসংখ্যার স্বল্পতা দেখা দেয় তবে মৃদু লক্ষণ দেখা দেওয়া রোগীদের বাড়িতে থেকে নিরাময়ের জন্য আহবান জানানো হতে পারে। বর্তমানে যেসব রোগীরা নিশ্চিতভাবে সংক্রমিত তাদের হাসপাতালে রাখা হয়েছে।

    পরিকল্পনায় প্রত্যেক অঞ্চলে চিকিৎসা স্থাপনা স্থাপনের আহবান জানানো হয়েছে যেখানে সংক্রমিত কিডনি রোগীদের এবং গর্ভবতী নারীদের চিকিৎসা দেয়া যেতে পারে।

    স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করে যে অঞ্চলভেদে যেহেতু স্বাস্থ্য সেবা ভিন্ন, তাই মন্ত্রণালয় চায় জেলা সরকারগুলো বাসিন্দাদের ব্যাখ্যা করবেন এবং নিজেদের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন।