• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের গিফু ও হিয়োগো জেলায় করোনাভাইরাস হটলাইন

    জাপানের আরও কিছু জেলায় বিদেশি পর্যটক ও অধিবাসীদের পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে।

    গিফু জেলায়, বিদেশি পর্যটকদের জন্য গিফু জেলা পরামর্শ কেন্দ্র ইংরেজি, চীনা ও নেপালি সহ ১৪টি ভাষায় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কর্মদিবসে পরামর্শ প্রদান করছে।
    ফোন নাম্বারটি হচ্ছে 058-263-8066.

    হিয়োগো জেলায়, হিয়োগো আন্তর্জাতিক তথ্য ও পরামর্শ সেবা সমিতি ইংরেজি ও চীনা সহ ৪টি ভাষায় কর্মদিবসের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরামর্শ প্রদান করছে। ফোন নাম্বারটি হচ্ছে 078-382-2052.

    অনুগ্রহ করে আরও তথ্যের জন্য এনএইচকে ওয়ার্ল্ডের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লগঅন করুন।

    করোনাভাইরাস নিয়ন্ত্রণ এখনও সম্ভব: ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র প্রধান দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান এবং জাপানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও জোর দিয়ে বলেছেন যে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব।

    ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আদহানোম গেব্রেইসুস সোমবার জেনেভায় সাংবাদিকদের সাথে কথা বলেন।

    মহাপরিচালক বলেন, প্রায় ৮টি দেশ দু’সপ্তাহ ধরে নতুন কোন সংক্রমণের খবর দেয়নি। তিনি আরও বলেন, তারা এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়েছে।

    তেদ্রোস চীনে নতুন সংক্রমণের সংখ্যা হ্রাস পাওয়ার দিকে দিকনির্দেশ করেন।

    তিনি বলেন, এটি এই ইঙ্গিত দেয় যে এমনকি অনেক বড় সংখ্যক সংক্রমণ ঘটা অঞ্চলগুলোতেও এটি নিয়ন্ত্রণে সফল হওয়া উচিত।

    তেদ্রোস আরও বলেন, ডব্লিউএইচও’র একটি বিশেষজ্ঞ দল ইরানে পৌঁছেছে। তিনি বলেন, এই দল চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি এই প্রাদুর্ভাব মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করবে।