• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • Untitled Post

    Posted by admin on March 6
    Posted in Uncategorized 

    চীন ও দক্ষিণ কোরিয়া থেকে জাপানে আসা ফ্লাইটের অর্ধেকের গন্তব্য পরিবর্তন

    চীনের মূল ভূখণ্ড, হংকং, ম্যাকাও এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা সবগুলো যাত্রীবাহী বিমানকে কেবল টোকিও’র কাছের নারিতা এবং ওসাকা’র কাছের কানসাই বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়া হবে।

    পরিবহণ মন্ত্রী কাযুইয়োশি আকাবা শুক্রবার সাংবাদিকদের বলেন, ফ্লাইট নারিতা ও কানসাই বিমানবন্দরমুখী করার সরকারি অনুরোধের মাধ্যমে চীন ও দক্ষিণ কোরিয়া থেকে আসা প্রায় অর্ধেক ফ্লাইট প্রভাবিত হবে।

    আকাবা বলেন, বর্তমানে চীন, হংকং এবং ম্যাকাও থেকে আসা ৪৪০টি ফ্লাইটের মধ্যে ২৩০টি ১ সপ্তাহে নারিতা ও কানসাই বিমানবন্দর ছাড়া আরও ১৪টি বিমানবন্দর ব্যবহার করে।

    তিনি এও বলেন, দক্ষিণ কোরিয়া থেকে প্রতি সপ্তাহে আসা ৬২০টি ফ্লাইটের ৩০০টি অবতরণ করে ১৫টি বিমানবন্দরে।

    এর অর্থ হচ্ছে, মোট ৫৩০টি ফ্লাইটকে এর গতিপথ পরিবর্তন করতে হবে।

    সরকার নৌ-সেবা প্রদানের পরিষেবা কোম্পানিগুলোকে জাপান এবং চীন বা দক্ষিণ কোরিয়ার মধ্যে তাদের যাত্রী-সেবাও স্থগিত রাখার আহ্বান জানাচ্ছে।

    করোনাভাইরাস মোকাবিলার পদক্ষেপ আরও জোরদার করছে জাপান সরকার

    জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেছেন, দক্ষিণ কোরিয়া ও চীন থেকে আসা ব্যক্তিদের দু’সপ্তাহের জন্য কোয়ারেনটাইন ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে জাপান সরকারের এই অনুরোধের বিষয়টি তারা দক্ষিণ কোরিয়াকে ব্যাখ্যা করে বলবে।

    জাপানের পদক্ষেপের বিরুদ্ধে সউল প্রতিবাদ করবে জানানোর পরে সুগা শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

    তিনি বলেন, এইসব দেশ থেকে আসা লোকজনের সংখ্যা কমানোর মাধ্যমে এই ভাইরাসবাহীদের জাপানে প্রবেশ বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ কঠোর করাই এই অনুরোধের লক্ষ্য।

    তিনি এও বলেন, এখনই হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। তিনি আরও বলেন, এই মহামারী হ্রাস করতে সরকার সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করবে।

    সুগা বলেন, কেবল মঙ্গলবারেই চীন থেকে ৮০০ এবং দক্ষিণ কোরিয়া থেকে ১ হাজার ৭০০ ব্যক্তি জাপানে এসেছেন।