• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সারা বিশ্বের জন্যই ভ্রমণ সতর্কতা বৃদ্ধি করেছে জাপান

    নতুন করোনাভাইরাসের বৈশ্বিক বিস্তারের প্রেক্ষাপটে জাপানের লোকজনকে অনাবশ্যক বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখার জন্য জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের ভ্রমণ সতর্কতা পুরো বিশ্বের জন্যই চার ধাপের পরিমাপকে দ্বিতীয় ধাপে উন্নীত করেছে।

    এবারই প্রথম পুরো বিশ্বের জন্য এই পর্যায়ের সতর্কতা জারি করা হল।

    জাপানের বিভিন্ন শহরের লকডাউনের সম্ভাবনা এখনও রয়েছে: বিশেষজ্ঞ

    সংক্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত একজন বিশেষজ্ঞ বলেছেন যে, জাপান হয়তো কিছু বড় বড় শহর লকডাউন করার কথা বিবেচনা করতে পারে যদি সারা দেশে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে যেতে থাকে।

    তোহোকু মেডিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ইউনিভার্সিটি’র অধ্যাপক মিৎসুয়ো কাকু মঙ্গলবার এনএইচকে’র কাছে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, টোকিও এবং অন্যান্য শহরে ক্রমাগত সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। তিনি এও বলেন, কারা ব্যক্তিগতভাবে এ ধরনের সংক্রমণ ছড়াচ্ছে তা শনাক্ত করা অত্যন্ত কঠিন।

    কাকু বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এই ভাইরাসের বিস্তার এ আভাস দিচ্ছে যে, জাপানের বড় বড় শহরগুলোরও ব্যাপকভাবে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।