• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনা জয় করে আতশবাজি ফুটিয়ে উৎযাপন করছে উহানের মানুষ

    করোনা ভাইরাসের উৎপত্তির শহর চীনের উহানে নতুন করে আর কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিলছে না। অনেকটাই স্বাভাবিক হতে চলেছে সেখানকার জীবন-যাপন। এতো দ্রুত সময়ের মধ্যে চীনের উহান শহর করোনা মুক্ত হওয়ায় অনেকেই আতশবাজি ফুটিয়ে উল্লাস করছেন।

    করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত জানুয়ারি মাসে উহান শহর লকডাউন ঘোষণা করা হয়। সবার যাতাযাতে কড়াকড়ি আরোপ করা হয়। কেউ যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে ভাইরাসটি ছড়াতে না পারে সেই জন্য তল্লাশি চৌকি বসানো হয়।

    করোনা ভাইরাসে তরুণদেরও মৃত্যুর সম্ভাবনা-ডাব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন যে, নতুন করোনাভাইরাস কেবল জ্যেষ্ঠ নাগরিকই নয় পঞ্চাশের নিচের বয়সী ব্যক্তিদেরও মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।

    গতকাল জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে ডাব্লিউএইচওর মহা পরিচালক টেড্রোস আধানোম ঘেব্রেইয়েসুস, তরুণদের প্রতি এক বার্তা পাঠান।

    তিনি বলেন যে তরুণরাও অজেয় নয় এবং করোনাভাইরাস তাদেরকে কয়েক সপ্তাহ হাসপাতালে পাঠাতে অথবা মেরে ফেলতে পারে।

    টেড্রোস আরও বলেন যে, চীনের উহান শহরে কোনও নতুন করোনাভাইরাসের খবর পাওয়া যায় নি বলে এই শহর বিশ্বকে নতুন আশা দেখাচ্ছে।

    চীনে কর্তৃপক্ষ বলেছে যে, গত বুধবার বিশ্ব মহামারীর এই কেন্দ্রে কোনও নতুন সংক্রমণের ঘটনা ঘটেনি।

    টেড্রোস বলেন, উহান বাকি বিশ্বকে এমন আশা দেখায় যে সবচেয়ে গুরুতর পরিস্থিতিও কাটিয়ে ওঠা সম্ভব।