• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের তোয়ামায় জোনাকি স্কুইড মাছ ধরার মৌসুম শুরু

    জাপান সাগর উপকূলের তোয়ামা উপসাগরে আজ ফায়ার-ফ্লাই বা জোনাকি স্কুইড মাছ ধরার মৌসুম শুরু হয়েছে।

    প্রতি বছর মার্চ মাসের ১ তারিখ এই মৌসুম শুরু হয়। আজ ভোর ৪টার দিকে তিনটি মাছ ধরার জাহাজ নামেরিকাওয়ার একটি বন্দর ত্যাগ করে। উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে এলাকার সবচেয়ে বড় মাছ ধরে আনার স্থান হিসেবে এই বন্দরের গৌরব রয়েছে।

    যখন জেলেরা উপকূলের দেড় কিলোমিটার দূরে স্থাপন করা স্থায়ী জাল তুলে নেন, তখন রাতের কালো আধারে জোনাকি স্কুইডগুলো নিয়নের নীল আলোর দ্যুতি ছড়ায়।

    কর্মকর্তারা বলছেন, আজ ধরা পড়া ৩শ ৬৫ কিলোগ্রাম মাছ গতবছরের মৌসুম শুরুর প্রথম দিনে ধরা পড়া মাছের পরিমাণ থেকে অনেক বেশি।

    একটি মৎস্য শিকার সমিতির উপ-প্রধান কাযুহিতো মিযুহাশি বলেন, মৌসুমের একটি ভাল শুরু হওয়ায় তিনি আনন্দিত। তিনি বলেন, অনেক লোকই জোনাকি স্কুইডের স্বাদ নিতে চাইবেন বলে তার প্রত্যাশা।

    আগামী মাস পর্যন্ত তোয়ামা উপসাগরে জোনাকি স্কুইড মাছ ধরার মৌসুম তুঙ্গে থাকবে। আর এই মৌসুম মধ্য-জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

    যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রথম মৃত্যু নিশ্চিত

    মার্কিন যুক্তরাষ্ট্র, দেশটিতে নতুন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম মৃত্যুর খবর জানিয়েছে। ৫০এর কোঠার বয়সী এই পুরুষ রোগী হচ্ছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের অধিবাসী। কর্তৃপক্ষ, উক্ত ব্যক্তির আগে থেকেই স্বাস্থ্যগত সমস্যা ছিল বলে জানায়।

    সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা দুই ব্যক্তি, অঙ্গরাজ্যের বৃহত্তম শহর সিয়াটলের অদূরে অবস্থিত একটি সেবা স্থাপনায় রয়েছেন। অন্যান্য ৫০ জনের বেশী লোকজনের মধ্যে কাশিসহ অন্যান্য লক্ষণ রয়েছে বলে জানা গেছে।

    মার্কিন প্রশাসন, দক্ষিণ কোরিয়ার একটি নির্দিষ্ট অঞ্চল এবং ইতালির জন্য, ভ্রমণ না করার উল্লেখ থাকা সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে নিয়েছে।

    এতে, গত ১৪ দিনের মধ্যে ইরান সফরকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও ঘোষণা দেয়া হয়।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই উল্লেখ করে আতঙ্ক উস্কে দেয়ার মত কোন কিছু না করার জন্য সংবাদ মাধ্যম ও রাজনীতিবিদসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

    ইতালির সরকার, দেশটিতে নতুন করোনাভাইরাসে সংক্রমিত লোকজনের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে বলে জানায়। উল্লেখ্য, এটি হচ্ছে ইউরোপে সংঘটিত প্রথম ঘটনা।

    ইতালীয় সরকারের কর্মকর্তারা, দেশটিতে ১ হাজার ১২৮টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে এবং সংক্রমণের ঘটনাগুলো প্রধানত উত্তরাঞ্চলীয় লোম্বার্দি শহরের বলে জানান। সংক্রমিতদের ২৯ জন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী অধিকাংশের বয়স ৮০র কোঠায়। ইতালির উত্তরাঞ্চলের ১১টি শহর কার্যত বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

    ফরাসী স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান, সরকার ৫ হাজার বা ততোধিক লোকজন সংশ্লিষ্ট থাকা ঘরের ভেতরে অথবা বাইরের যেকোনো অনুষ্ঠান বাতিল করবে বলে জানান।

    জাপানে, ৯শর বেশী সংক্রমণের ঘটনা ঘটেছে এবং এঁদের মধ্যে ১১ জন মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, প্রমোদ তরী ডায়মন্ড প্রিন্সেসের ৭শর বেশী সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে এবং মৃত্যুবরণকারীদের মধ্যে ৬ জন প্রমোদ তরীটির যাত্রী ছিলেন।