• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সাদাকো ওগাতা, ১৯৯৫ সালের বছরে সেরা নারী নির্বাচিত

    সাদাকো ওগাতা, টাইমের ১৯৯৫ সালের সেরা নারী হিসেবে নির্বাচিত হয়েছেন।

    টাইম সাময়িকী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার সাদাকো ওগাতাকে, বছরের ১শ সেরা নারীর অন্যতম হিসেবে নির্বাচিত করেছে। তিনি, গতবছর অক্টোবরে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

    সাময়িকীটি, ১৯২০ সাল থেকে গত ১শ বছরে প্রতি বছরের জন্য প্রভাবশালী ও কোন গ্রুপের প্রতিনিধিত্বকারী নারী নির্বাচনের প্রকল্পে ১৯৯৫ সালের জন্য ওগাতাকে একজন সেরা নারী হিসেবে নির্বাচিত করে।

    টাইম, বছরের সেরা ব্যক্তি থেকে নাম পরিবর্তন করে ১৯৯৯ সালে বছরের সেরা ব্যক্তি নামকরণ করলেও অধিকাংশ ক্ষেত্রেই পুরুষদের বাছাই করা হয়েছে বলে জানায়।

    সাময়িকীটি, যুক্তরাষ্ট্রের নারীদের ভোটাধিকার লাভের শতবার্ষিকী উপলক্ষে প্রায়শ আড়ালে থেকে যাওয়া প্রভাবশালী নারীদের উপর আলোকপাত করতে ১শ নারী প্রকল্প হাতে নেয়া হয় বলে জানায়।

    ওগাতা, প্রথম জাপানী নাগরিক হিসেবে ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দায়িত্ব পালন করেন।

    টাইম সাময়িকী, ওগাতাকে ক্ষুদ্রাকারের দৈত্য হিসেবে অভিহিত করা হয় এবং তিনি দুর্দান্ত আলোচনাকারী হিসেবে সুখ্যাতি অর্জন করেন বলে উল্লেখ করে।

    সাময়িকীটি, রুয়ান্ডা গণহত্যাসহ বিভিন্ন সংকটকালে তাঁর অবস্থানের বিষয় তুলে ধরে তিনি, বিশ্বের সবচেয়ে ভঙ্গুর লোকজনের সুরক্ষায় সহায়তা করেন বলে উল্লেখ করে।

    টাইম, ১৯৫২ সালের প্রতিনিধি হিসেবে ব্রিটেনের রানি এলিজাবেথকে, ১৯৮৯ সালের জন্য পপ শিল্পী ম্যাডোনা এবং ২০০৯ সালের জন্য নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মালালা ইউসুফযাইকে নির্বাচিত করে।

    করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

    এনএইচকের হিসেব অনুযায়ী, সারাবিশ্বে নতুন করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।

    বিশেষ করে ইউরোপে নতুন করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। গতকাল ইতালিতে, ৭শ ৭৮টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়।

    এপর্যন্ত বিশ্বের ৯২টি দেশ ও অঞ্চলে ১ লাখ ১ হাজার ৩শর বেশি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়।

    আবার এই ভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা, ১৮টি দেশ ও অঞ্চলে ৩ হাজার ৪শ ছাড়িয়ে গেছে।