• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে পর্যটন শিল্প ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত

    জাপানের পর্যটন শিল্প, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ভ্রমণ ও হোটেল বুকিং তীব্র ভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে।

    জাপান পর্যটন সংস্থা সমিতি, ব্যক্তিগত ক্রেতাদের কাছ থেকে বুকিং-এর যে সংখ্যা তারা পেয়েছে সেই বিষয়ে তাদের ৭টি বৃহদাকার সদস্য কোম্পানির উপর জরিপ চালায়।

    সমিতি বলছে, মার্চ মাসে অভ্যন্তরীণ ভ্রমণের সংখ্যা গত বছর একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ হ্রাস পেয়েছে। এপ্রিল মাসে বুকিং-এর সংখ্যায় ৫০ শতাংশ হ্রাস লক্ষ্য করা যাচ্ছে।

    বিদেশে ভ্রমণের ক্ষেত্রে এই হ্রাসের পরিমাণ হল মার্চ মাসে ৩৯ শতাংশ এবং এপ্রিলে ৫০ শতাংশ।

    ৫১টি ট্যুর বাস পরিচালক কোম্পানির উপর জরিপে চালিয়ে দেখা গেছে যে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে দর্শনীয় স্থান ঘুরে দেখা এবং স্কুল থেকে আয়োজিত সংক্ষিপ্ত ভ্রমণ মিলে ১১ হাজারের বেশি ট্যুর বাতিল হয়ে গেছে।

    সম্প্রতি স্কুল বন্ধ করে দেয়া এবং বিরাট আকারের ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দেয়ার জন্য সরকারের জানানো আহ্বান, পর্যটন শিল্পের উপর অপর এক আঘাত হানতে পারে। আর্থিক সহযোগিতা প্রদান এবং পর্যটন এগিয়ে নিতে জোরালো পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এই শিল্প খাত।

    চীনে নতুন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২,৯৮১ জনে উন্নীত

    চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে গতকাল তারা আরও ৩৮ জনের নতুন করোনাভাইরাসে মারা যাওয়া নিশ্চিত করেছে। চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা এটা ২,৯৮১ জনে উন্নীত করে।

    কর্তৃপক্ষ এছাড়া আরও ১১৯টি সংক্রমণের খবর দিয়েছে। এর ফলে সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮০,২৭০। নতুন সংক্রমণের মধ্যে ১১৫টি হুবেই প্রদেশে নিশ্চিত করা হয়।

    রোগের বিস্তার মন্থর হয়ে আসার চিহ্ন দেশে পাওয়া যাচ্ছে। তবে ইরান ও ইতালি থেকে ফিরে আসা লোকজনের মধ্যে রোগ সংক্রমিত হওয়ার ঘটনা সম্পর্কে সম্প্রতি জানা গেছে।