• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ভাইরাস প্রতিরোধ পদক্ষেপ নিয়ে মতামত দেবেন বিশেষজ্ঞরা

    জাপান সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল নতুন করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের নেয়া পদক্ষেপ নিয়ে সর্বশেষ মতামত পেশ করবে। আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া এক সংবাদ ব্রিফিংয়ের আগে প্যানেলের মতামতের রূপরেখা প্রকাশ করা হয়েছে।

    প্যানেলের বিশেষজ্ঞরা বলছেন জাপান কোন এক পর্যায় পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছে। তবে তারা সতর্ক করে দিয়েছেন যে কিছু কিছু এলাকায় ভাইরাসের বিস্তার অব্যাহত আছে এবং এর থেকে ওভারশুটিং নামে পরিচিত সংক্রমণের বিস্ফোরণমূলক বিস্তার জড়িত থাকা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়া মহামারী দেখা দিতে পারে।

    মানুষ যেখানে কাছে থাকা অবস্থায় একে অন্যের সাথে কথা বলেন, সেরকম অপর্যাপ্ত বায়ু প্রবাহ থাকা ভিড়ের জায়গাগুলো এড়িয়ে চলার আহ্বান বিশেষজ্ঞরা জনগণের প্রতি জানাচ্ছেন।

    প্যানেল বলছে এখন থেকে আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় রেখে বিস্তার রোধ পদক্ষেপ নেয়া দরকার।

    যেসব জায়গায় ভাইরাস ছড়িয়ে পড়ছে, সেরকম এলাকাগুলোতে সময় ও স্থায়িত্ব ঠিক করে নেয়ার পর জরুরী অবস্থা জারী কিংবা সবরকম অনুষ্ঠান সীমিত মাত্রায় নামিয়ে আনা বিবেচনা করে দেখার দরকার হবে।

    যেসব জায়গায় রোগের বিস্তার কমে আসছে বলে মনে হচ্ছে, সেই এলাকাগুলোতে কম ঝুঁকিপূর্ণ অনুষ্ঠানের উপর থেকে নিয়ন্ত্রণ ক্রমশ তুলে নেয়া বিবেচনা করে দেখা দরকার। তবে সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ার চিহ্ন দেখা গেলে কর্মকাণ্ড আবারও বন্ধ রাখতে হবে।

    যেসব জায়গায় নিশ্চিত কোন ঘটনা ঘটেনি, সেই এলাকাগুলোতে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান, ঘরের বাইরে আয়োজিত ক্রীড়ানুষ্ঠান এবং সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবহারের মত কম ঝুঁকিপূর্ণ অনুষ্ঠান পুনরায় শুরু করা যেতে পারে। বড় আকারের অনুষ্ঠান আয়োজনের বেলায় প্যানেল সতর্কতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছে।

    সংক্রমণ ছড়িয়ে পড়ার মুখে জাপানে বিদেশী পর্যটক আগমনে ধ্বস

    জাপানের জাতীয় পর্যটন সংগঠন বলছে ফেব্রুয়ারি মাসে জাপান সফর করেছেন সেরকম পর্যটকের সংখ্যা ছিল ১০ লক্ষ ৮ হাজারের সামান্য বেশি, যা হচ্ছে এক বছর আগের একই মাসের চাইতে রেকর্ড পরিমাণ প্রায় ৫৮ শতাংশ হ্রাস। ধ্বসের কারণ হিসেবে সংগঠন নতুন ধরনের করোনাভাইরাসের বিস্তারকে দায়ী করছে। এবার নিয়ে টানা পাঁচ মাস ভ্রমণকারীর সংখ্যা হ্রাস পেল।

    চীন থেকে আসা পর্যটকের সংখ্যা ছিল ৮৭,২০০,যা হচ্ছে গত বছরের একই মাসের চাইতে প্রায় ৮৮ শতাংশ কম। দক্ষিণ কোরিয়ার পর্যটকের সংখ্যা প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়ে ১৪৩,৯০০তে দাঁড়ায়।

    জাপানের পর্যটন খাতের উপর সংক্রমণ বিস্তারের প্রতিক্রিয়া আরও বেশি মারাত্মক হয়ে উঠছে।