• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ১৫ মিনিটে নতুন করোনাভাইরাস সনাক্ত করার কিটস্‌ আমদানি করবে জাপান

    বস্ত্র এবং রাসায়নিক দ্রব্য প্রস্তুতকারক একটি জাপানী কম্পানি জানিয়েছে যে তারা দ্রুত নতুন করোনাভাইরাস সনাক্ত করতে সক্ষম কিটস আমদানি ক’রে তা বাজারে সরবরাহ করতে শুরু করবে।

    বর্তমানে জাপানে নতুন করোনাভাইরাসের পরীক্ষায় সময় লাগে কমবেশি ছয় ঘন্টা। কুরাবোও ইন্ডাসট্রিজ জানায় দ্রুততর সনাক্তকরণের কিটস্‌ দিয়ে এই কাজটি মাত্র ১৫ মিনিটে করা যাবে এবং এরজন্য কোনো বিশেষ যন্ত্রপাতিও লাগবে না।

    কম্পানিটি এই কিটস্‌ আমাদানি করবে এর চীনা শরিক কম্পানির কাছ থেকে যারা এই কিটস্‌ তৈরি করেছে। এই কিটস্‌ এ মাসেই জাপানের বাজারে আসবে বলে ধারনা করা হচ্ছে।

    এই কিট্‌সে মানুষের শরীরের রক্তের সামান্য পরিমাণ নমুনার মধ্যে অ্যান্টিবডি আছে কি না, দেখার জন্য রি-এজেন্ট ব্যবহার করা হয়। কুরাবোও ইন্ডাসট্রিজের কর্মকর্তারা বলেন, এই কিটস্‌ চীনে ব্যবহার ক’রে শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রে সঠিক ফল পাওয়া গেছে। জাপানের বাজারে এই কিটস্‌ দৈনিক ১০ হাজার ক’রে সরবরাহ করা যাবে বলে কম্পানিটি জানায়।

    জাপানে করোনাভাইরাস সংক্রান্ত একটি জরুরি আইন কার্যকর

    জাপানের সংসদ একটি আইন অনুমোদন করেছে যেটি প্রধানমন্ত্রীকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য একটি জরুরি অবস্থা ঘোষণা করতে সক্ষম করবে।

    জাপান সংসদের উচ্চ কক্ষে ক্ষমতাসীন কোয়ালিশন এবং কয়েকটি বিরোধী দলের সমর্থনে আইনটি শুক্রবার অনুমোদিত হয়। নিম্ন কক্ষে বিলটি বৃহস্পতিবার অনুমোদিত হয়।

    জরুরি অবস্থার ঘোষণা জেলা-গভর্নরদের বিভিন্ন ধরনের অনুরোধ জানাতে বা আদেশ দিতে সক্ষম করবে। এই অনুরোধ বা আদেশের মধ্যে লোকজনকে ঘরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি স্কুল বন্ধ রাখার মত সুরক্ষামূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।

    আইনপ্রণেতারা একটি সম্পূরক প্রস্তাবও অনুমোদন করেন যেখানে একটি জরুরি অবস্থা ঘোষণার আগাম নোটিশ সংসদকে দেয়া এবং পরে পরিস্থিতির উপর একটি রিপোর্ট তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
    এই আইনটি শনিবার থেকে কার্যকর হতে যাচ্ছে।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, একটি জরুরি অবস্থার ঘোষণা দিতে হবে কিনা সেব্যাপারে সরকার সতর্কতার সাথে সিদ্ধান্ত নেবে, কেননা এই ঘোষণা লোকজনের জীবনযাত্রার উপর এক মারাত্মক প্রভাব ফেলতে পারে।