• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী বেড়ে চলেছে: ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও সতর্ক করে দিয়েছে যে, নতুন করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী বেড়ে চলেছে এবং এই বিস্তার হ্রাসে বাড়িতে থাকার জন্য লোকজনের প্রতি তারা আহ্বান জানিয়েছে।

    ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস অ্যাডহানোম গেব্রেইয়েসুস সোমবার বলেন, বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে নতুন করোনাভাইরাসে ৩ লক্ষেরও বেশি লোকের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।

    দ্রুত বিস্তারের কথা উল্লেখ করে ডব্লিউএইচও জানায়, সংক্রমিত হওয়ার সংখ্যা ৬৭ দিনে ১ লক্ষে পৌঁছায়, এরপর ১১ দিনে ২ লক্ষে এবং তারপর কেবল ৪ দিনে ৩ লক্ষ ছাড়িয়ে যায়।

    তেদ্রোস সামাজিক দূরত্ব বজায় রাখাজনিত পদক্ষেপের গুরুত্বের উপর জোর দেন। তিনি এও জোর দিয়ে বলেন, বাড়িতে থাকার জন্য অবশ্যই লোকজনের প্রতি আহ্বান জানানো উচিত।

    এদিকে, ইতালি সোমবার ৬০০-র বেশি ব্যক্তির মৃত্যুর খবর দিয়েছে। সেদেশে মৃতের সংখ্যা ৬ হাজারের উপরে পৌঁছে গেছে যা বিশ্বের যেকোন দেশের থেকে সবচেয়ে বেশি। বৈশ্বিকভাবে মোট সংক্রমণের সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজারের উপরে এবং মৃতের সংখ্যা ১৪ হাজারের উপরে।

    অলিম্পিক এক বছরের জন্য স্থগিতে জাপানের প্রধানমন্ত্রী ও আইওসি প্রেসিডেন্টের ঐকমত্য

    কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনা শেষে জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, করোনাভাইরাসের ক্রমবর্ধমান বৈশ্বিক মহামারীর কারণে টোকিও অলিম্পিক স্থগিত করা হবে।

    শিনযো আবে বলেন, দেরিতে হলে ২০২১ সালের গ্রীষ্মকালের মধ্যে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক আয়োজনের বিষয়ে আমরা একমত হয়েছি। যখন আমরা প্রমাণ করতে পারবো যে মানুষ নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কাটিয়ে উঠতে পেরেছে তখন আমরা পরিপূর্ণ আকারে গেমস আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”

    আবে বলেন, তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি’র প্রেসিডেন্ট টমাস বাখের কাছে মঙ্গলবার এক টেলিকনফারেন্সের সময় অলিম্পিক স্থগিতের পরামর্শ দেন।

    তিনি বলেন, বাখ সর্বান্তঃকরণে একমত হয়েছেন। আবে বলেন, তিনি এবং বাখ এ বিষয়েও সম্মত হয়েছেন যে গেমস বাতিল করে দেয়া কোন সমাধান নয়।

    আয়োজক শহরের গভর্নর এবং আয়োজক কমিটির প্রধানও এই টেলিকনফারেন্স যুক্ত ছিলেন।

    টোকিও’র গভর্নর ইউরিকো কোইকে বলেন, এটা তাৎপর্যপূর্ণ যে অলিম্পিক স্থগিতের সময়কাল বা লক্ষ্য হিসেবে ২০২১ সালের গ্রীষ্মকালকে নির্ধারণ করা হয়েছে। এটা ক্রিড়াবিদদের জন্যও গুরুত্বপূর্ণ কারণ তাদের হাতে এখন একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকছে।

    আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি বলেন, গেমসের নাম হিসেবে ‘টোকিও ২০২০’ বহাল থাকছে।

    তিনি আরও বলেন, অলিম্পিক শিখা জাপানেই রাখা হবে এবং বৃহস্পতিবার শুরু হতে যাওয়া মশাল রিলে দৌড় স্থগিত করা হবে।

    উল্লেখ্য, গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক জুলাই মাসের শেষ থেকে সেপ্টেম্বর মাসের প্রথমের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    রবিবার, আইওসি’র জরুরি বোর্ডসভা অনুষ্ঠিত হয় এবং এরপর আইওসি গেমসের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য চার সপ্তাহের সময়সীমা ঘোষণা করে।

    তবে এরপর থেকে আরও দ্রুততার সঙ্গে কাজ করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জোরদার হচ্ছিল।