• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • স্বাদ ও ঘ্রাণের শক্তি হারানো করোনা সংমণের লক্ষণ কি না তা নিয়ে সংশয়

    জাপানের একজন চিকিৎসক বলেছেন, কেবল জিভের স্বাদ ও ঘ্রাণের শক্তি হারানোই যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ প্রমাণের পক্ষে যথেষ্ট, তা নয়, যদিও কিছু রোগী এই উপসর্গের কথা জানিয়েছেন।

    ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেলথ্‌ অ্যান্ড মেডিসিনে’র সাতোশি কুৎসুনা নতুন করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৩০ জন রোগীর চিকিৎসা করেছেন।

    কুৎসুনা বলেন, তার রোগীদের মধ্যে কেউ কেউ এই উপসর্গ দুটির কথা বললেও, এগুলো যে এই সংক্রমণের বৈশিষ্ট্য, তা এইটুকুতেই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।

    তিনি বলেন, এ ধরনের উপসর্গ সাধারণ সর্দিকাশি এবং ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও দেখা যায়।

    তিনি আরও বলেন, জাপানের চিকিৎসকদের আরও রোগী পরীক্ষা ক’রে নিশ্চিত হতে হবে যে এই উপসর্গ দুটি নতুন করোনাভাইরাসের উপসর্গ, না কি সাধারণ নাক বন্ধ হওয়ার ব্যাপার।

    করোনাভাইরাসের প্রধান লক্ষণগুলো হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। তবে জাপান ও অন্য দেশেও কিছু কিছু করোনা রোগী ঘ্রাণশক্তি ও জিভের স্বাদ হারানোর অভিযোগ করেছেন।

    করোনাভাইরাস সংক্রান্ত টাস্কফোর্স গঠন করেছে টোকিও

    টোকিও মহানগর কর্তৃপক্ষ জাপানের রাজধানীতে নিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ায় শুক্রবার এই ভাইরাস সংক্রান্ত একটি টাস্কফোর্স গঠন করেছে।

    টোকিও’র গভর্নর ইউরিকো কোইকে সতর্ক করে দেন যে, শহরটি ব্যাপক সংক্রমণের ঝুঁকির মুখে রয়েছে। তিনি টোকিও’র অধিবাসীদের চলতি সপ্তাহান্তে বাইরে বের হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

    কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার তাদের টাস্কফোর্স গঠন করে। উভয় পদক্ষেপই এই মহামারী সামাল দেয়ার জন্য নতুন আইনের উপর ভিত্তি করে হাতে নেয়া হয়।

    কোইকে টোকিও’তে বুধবার এবং বৃহস্পতিবার পর পর দু’দিন নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা ৪০-এর উপরে ছিল বলে উদ্বেগ ব্যক্ত করেন।

    এই ভাইরাসের বিস্তার সম্বন্ধে সতর্ক থাকার জন্যে তিনি লোকজনের প্রতি বিশেষ করে তরুণদের প্রতি আহ্বান জানান। আক্রান্ত হলেও অনেক তরুণের মধ্যে সামান্য উপসর্গ দেখা যাচ্ছে বলে জানা গেছে।