• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনাভাইরাসের চিকিৎসায় চার হাজার হাসপাতাল শয্যা প্রস্তুত করছে টোকিও

    টোকিও মেট্রোপলিট্যান সরকারের কর্মকর্তারা নতুন করোনাভাইরাসের আকস্মিক দ্রুত বিস্তারে আক্রান্ত রোগীদের জন্য চার হাজার হাসপাতাল শয্যা প্রস্তুতের পরিকল্পনা করছে।

    সোমবার কর্মকর্তারা নতুন করোনাভাইরাসের একটি টাস্কফোর্সের সাথে বৈঠক করেন এবং ভাইরাসের বিস্তারে সাড়া দিতে ভবিষ্যৎ কর্মপন্থা সম্বন্ধে জানান।

    কর্মপন্থা অনুযায়ী রাজধানীর চিকিৎসা ব্যবস্থা বজায় রাখতে বেসরকারি খাতের চিকিৎসা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহায়তা চাওয়া হবে।

    বর্তমানে নির্ধারিত সংক্রামক ব্যাধির রোগীদের জন্য ১১৮ টি হাসপাতাল শয্যা রয়েছে।

    কর্মকর্তারা গুরুতর রোগীদের চিকিৎসা দিতে এ সংখ্যাকে ৭০০ শয্যায় উন্নীত এবং মাঝারি লক্ষণ দেখা দেওয়া রোগীদের জন্য ৩,৩০০ শয্যা প্রস্তুতের পরিকল্পনা করছেন।

    তারা মৃদু লক্ষণ দেখা দেওয়া লোকদের সাধারণ রোগের জন্য নিজ বাড়িতে বা অন্যত্র বাসস্থানে অবস্থান করে বিশ্রাম নিতেও আহবান জানিয়েছে।

    আর্থিক বাজারে ডলার সরবরাহ বাড়াবে ব্যাংক অব জাপান

    ব্যাংক অব জাপান-বিওজে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বাজার অস্থিতিশীলতার কারনে মার্কিন ডলারের সম্ভাব্য বৈশ্বিক স্বল্পতা সম্পর্কে বিনিয়োগকারীদের দুশ্চিন্তা লাঘবে একটি পদক্ষেপ গ্রহণ করেছে। বিওজে কর্মকর্তারা জানান তারা বিশ্বের প্রধান এ মুদ্রাকে আর্থিক বাজারে সাপ্তাহিক সরবরাহের পরিবর্তে দৈনিক ভিত্তিতে সরবরাহ করতে শুরু করেছে।

    সোমবার বিওজে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ৭ দিনের মেয়াদ পূর্তিতে ৩ হাজার ৪৮০ কোটি ডলার ঋণ দিয়েছে।

    এ পদক্ষেপ মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকসহ পাঁচটি কেন্দ্রীয় ব্যাংকের সাথে সমন্বয়ের অংশ। বিওজে জানায় কমপক্ষে এপ্রিলের শেষ পর্যন্ত প্রতিদিন এ কার্যক্রম চলবে।

    বিশ্ব আর্থিক বাজারে সাম্প্রতিক অনিশ্চয়তা ডলার সংরক্ষণের উদ্দেশ্যে বিনিয়োগকারীদের তাদের শেয়ার, সরকারি বন্ড এবং অন্যান্য শেয়ার বিক্রিতে উৎসাহিত করছে।

    বিওজে জানিয়েছে তারল্য সরবরাহ জোরদারের অপর একটি পদক্ষেপ হলো ৮০ হাজার কোটি ইয়েন বা ৭৩০ কোটি ডলারের সমমূল্যের জাপানি সরকারি বন্ড ক্রয়।