• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত অনুধাবনের জন্য আবের আহ্বান

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, সারাদেশের বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখতে সরকারের অনুরোধ অনুধাবন করার জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি, শিশুদের মাতাপিতাকে সহায়তা প্রদানের বিষয়েও নিজের দৃঢ় প্রত্যয় প্রদর্শন করেন।

    আবে আজ টোকিওতে, সমগ্র জাপানে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার মাঝে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

    তিনি, এই সংক্রমণ প্রতিহত করতে লোকজনের কাছে সহযোগিতা কামনা করেন। তিনি, এই যুদ্ধ সরকারের একার পক্ষে জয়লাভ করা সম্ভবপর নয় বলে উল্লেখ করেন।

    আবে, সংক্রমণ প্রতিহত করতে সরকার আগামী প্রায় ১০ দিনের মধ্যে ২য় একগুচ্ছ জরুরী পদক্ষেপ প্রণয়নের পরিকল্পনা করছে বলে জানান। তিনি, এতে চলতি বছরের বাজেটের রিজার্ভ তহবিল থেকে প্রায় ২৭ হাজার কোটি ইয়েন বা প্রায় আড়াইশ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় করা হবে বলে উল্লেখ করেন।

    করোনাভাইরাসের চিকিৎসায় রক্তের প্লাজমা ফলপ্রসূ

    চীনের স্বাস্থ্য কর্মকর্তারা, করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া ব্যক্তির রক্তের প্লাজমা অন্যান্য রোগীদের আরোগ্য লাভের পক্ষে সহায়ক বলে জানিয়েছেন।

    গতকাল জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা গুয়ো ইয়ানহং, এমন চিকিৎসার আওতায় ১৫৭ জন রোগীকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর দেখা যায় যে ৯১ জন রোগীর অবস্থার উন্নতি হয়েছে বলে জানান।

    তিনি আরও বলেন যে, এই ভাইরাসে সংক্রমিত ৩৬ হাজার ব্যক্তিকে রোগমুক্ত বলে ঘোষণা করে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এই সংখ্যা হচ্ছে, সংক্রমিত বলে নিশ্চিত ব্যক্তিদের মোট সংখ্যার প্রায় ৪৫ শতাংশ।

    কর্তৃপক্ষ, আরোগ্য লাভের আগে প্রায় ৮ হাজার ৪০০ জন ব্যক্তির অবস্থা বিশ্লেষণ করে। তাঁদের মধ্যে ৯০ দশমিক ৮ শতাংশের লক্ষণ তুলনামূলক ভাবে গুরুতর ছিল না অপরদিকে ৭.২ শতাংশের অবস্থা গুরুতর এবং ২ শতাংশের অবস্থা মারাত্মক ছিল।

    এই বিশেষজ্ঞ, ২ দশমিক ৮ শতাংশ রোগীর আগে থেকেই একাধিক রোগের লক্ষণ পরিলক্ষিত হয় বলে জানান।