• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • পবিত্র আশুরা পালিত

    Posted by admin on August 31
    Posted in Uncategorized 

    পবিত্র আশুরা পালিত

    যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর পরিবেশে আজ রবিবার পবিত্র আশুরা পালিত হয়েছে। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।

    হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

    এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়।

    পর্যটকদের জন্য ইয়ামাগাতা’র আঙ্গুর বাগান উন্মুক্ত

    উত্তর-পূর্ব জাপানের একটি আঙ্গুর বাগান ফল সংগ্রহের জন্য উন্মুক্ত করা হয়েছে যা বাগান দেখতে আসা লোকজনকে এই মৌসুমী ফলটি উপভোগের সুযোগ করে দেবে।

    ইয়ামাগাতা জেলার সাগায়ে শহরের দু’টি খামার প্রতি বছর ১ হাজারেরও বেশি ভ্রমণকারীকে ফলবাগান দেখার অনুমতি দিয়ে থাকে। কিয়োহো এবং সুইহো নামের বড় ধরনের আঙ্গুর এই শহরের বৈশিষ্ট্য।

    একটি খামার তাদের আঙ্গুরগুলো পেকে যাওয়ার পরে গত সপ্তাহ থেকে তাদের বাগান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়।

    অনেক দর্শনার্থী রবিবার এই ফলবাগান পরিদর্শন করেন। করোনাভাইরাস বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে, এই ফলবাগান ঘুরে দেখার আগে দর্শনার্থীদের শারীরিক তাপমাত্রা মেপে দেখা হচ্ছে এবং তাদের সাথে যোগাযোগের সংক্রান্ত তথ্য নিবন্ধন করে রাখা হচ্ছে।

    দর্শনার্থীরা আঙ্গুর তোলা এবং টাটকা মিষ্টি ফল খেয়ে দেখা উপভোগ করছেন।

    ইয়ামাগাতা জেলার প্রাথমিক স্কুলের একজন শিক্ষার্থী খুশি মনে উত্তর দেয়, “অত্যন্ত সুস্বাদু। কেবল এক ছড়া আঙ্গুরই আমার পেট ভরে যাওয়ার জন্য যথেষ্ট”।

    এই শহরের আঙ্গুর বাগানগুলো অক্টোবর মাসের গোড়ার দিক পর্যন্ত খোলা থাকবে।

    উড়ন্ত গাড়ীর পরীক্ষামূলক উড্ডয়ন প্রদর্শন করেছে জাপানের একটি কোম্পানি

    জাপানের একটি উদ্যোক্তা কোম্পানি, সাংবাদিকদের জন্য মানবচালিত একটি তথাকথিত “উড়ন্ত গাড়ীর” পরীক্ষামূলক উড্ডয়ন প্রদর্শন করেছে। গাড়িটি অনেকটা ড্রোনের মতই পাখা ব্যবহার করে।

    গত ডিসেম্বর মাস থেকেই টোকিও ভিত্তিক কোম্পানি “স্কাইড্রাইভ” আইচি জেলার টয়োটা শহরে নিজেদের উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়ে এসেছে। টয়োটা মোটরের সাবেক কর্মী এবং অন্যান্যরা মিলে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছেন।

    গণমাধ্যমের জন্য আয়োজিত ঐ প্রদর্শনীতে গাড়িতে ওঠা একজন পাইলট একটি নিয়ন্ত্রণ দণ্ড দিয়ে সেটিকে পরিচালনা করেন। গাড়িটি প্রায় চার মিটার লম্বা এবং দুই মিটার উঁচু।

    চার জোড়া পাখা চালু হওয়ার পর এটি ভূমি থেকে প্রায় দুই মিটার উপরে উঠে। ঘণ্টায় চার কিলোমিটার গতিতে গাড়িটি পরীক্ষামূলক উড্ডয়নের ঐ স্থানে চক্কর দেয়।

    স্কাইড্রাইভের কর্মকর্তারা বলছেন, তাদের কোম্পানিই সর্বপ্রথম জাপানে এই ধরণের মানবচালিত উড়ন্ত গাড়ি পরীক্ষামূলকভাবে পরিচালনা করেছে। যানজট কমিয়ে আনার পাশাপাশি স্থানীয় ভ্রমণ আরও কার্যকর করার প্রত্যাশা নিয়ে বিশ্বব্যাপী লোকজন উড়ন্ত গাড়ীর উন্নয়নের জন্য অধীরভাবে অপেক্ষা করছেন।

    উল্লেখ্য, ২০২৩ অর্থবছরে ওসাকা’সহ অন্যান্য এলাকায় একটি ট্যাক্সি ব্যবসা চালুর পরিকল্পনা করছে স্কাইড্রাইভ। আর ২০২৮ সাল থেকে একটি স্ব-চালিত উড়ন্ত গাড়ি সেবা চালুর প্রত্যাশা করছে কোম্পানিটি।

    জাপানের প্রধানমন্ত্রী আবে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ইচ্ছার কথা ঘোষণা করেছেন

    জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো বৃহদান্ত্রের প্রদাহজনিত রোগ পুনরায় দেখা দেয়ার জন্য তার পদত্যাগের ইচ্ছার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

    শুক্রবার এক সংবাদ সম্মেলনে আবে বলেন, জুন মাসের এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় আলসারেটিভ কোলাইটিস আবার বেড়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

    আবে এও বলেন, তিনি যে ওষুধটি খেতেন সেটি ছাড়াও আরও একটি নতুন ওষুধ তাকে খেতে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সোমবারের আরও কিছু পরীক্ষায় দেখা যাচ্ছে, নতুন ওষুধ কাজ করছিল, তবে এই ওষুধ অব্যাহতভাবে খেয়ে যেতে হবে এবং ফলাফল অস্পষ্ট।

    আবে বলেন, রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফলাফল অর্জন করা। তিনি বলেন, অসুস্থতা, চিকিৎসা এবং শারীরিক শক্তির অভাবের কারণে তার কখনই রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না।

    তিনি এও বলেন, এখন যখন তিনি আর আস্থার সাথে জনগণের প্রদত্ত ক্ষমতার প্রত্যুত্তর দিতে পারবেন না, তখন তার এই পদে আসীন থাকা উচিত হবে না।

    আবে আরও বলেন, করোনাভাইরাসের মহামারীর মাঝে ঠিক কখন তার বিদায়ের ঘোষণা তিনি দেবেন তা নিয়ে অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তবে তিনি বলেন, সংক্রমণ কমে আসার সাম্প্রতিক ধারার কারণে তিনি এই সময়কে বেছে নেন।

    আবে বলেন, বৈশ্বিক মহামারীর মাঝে এবং অসংখ্য নীতিমালা বাস্তবায়নের আগে পদত্যাগের জন্য তিনি জনগণের কাছে হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি উত্তর কোরিয়া কর্তৃক জাপানি নাগরিকদের অপহরণের বিষয়টি সমাধানে ব্যর্থতার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন।

    তিনি এও বলেন, রাশিয়ার সাথে একটি শান্তি চুক্তি সম্পাদনের তার ইচ্ছা এবং জাপানের সংবিধান সংশোধনের বিষয়টি মাঝপথে ছেড়ে যেতে তার হৃদয় ভেঙ্গে যাচ্ছে।

    আবে আভাস দেন, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করা অব্যাহত রাখবেন।

     

    জুলাই মাসে জাপানে রেস্তোরাঁয় বিক্রি আবারও কমে গেছে

    করোনাভাইরাস বাইরে খাওয়া-দাওয়া করা থেকে লোকজনকে নিরুৎসাহিত করায় জাপানের প্রধান রেস্তোরাঁ চেইনগুলোতে জুলাই মাসে বিক্রি হ্রাস পাওয়া অব্যাহত ছিল।

    জাপানের খাদ্য সেবা সমিতি বলছে আয় এক বছর আগের চাইতে ১৫ শতাংশ হ্রাস পায়। এটা ছিল পরপর পঞ্চম মাসের মত বিক্রি হ্রাস পাওয়া। তবে পতনের হার দুই অঙ্কের সংখ্যায় বিরাজমান থাকলেও তা ছিল পূর্ববর্তী মাসের চাইতে কম।

    ফাস্ট ফুড রেস্তোরাঁর বেলায় অবশ্য মাত্র ৩.৬ শতাংশ পতন নিয়ে ফলাফল ততটা খারাপ ছিল না। ঘরে নিয়ে যাওয়ার টেক আউট বিক্রি এবং হোম ডেলিভারির বিক্রি বেড়ে যাওয়ার কারণে এটা হয়েছে। তবে পরিবারের সাথে মিলে ফ্যামিলি স্টাইলে খাওয়া-দাওয়া করার রেস্তোরাঁ ও পানশালার বেলায় ফলাফল ছিল অনেক খারাপ।

    খাদ্য সেবা সমিতি বলছে মহামারীর কারণে রেস্তোরাঁ শিল্প মারাত্মক অবস্থায় রয়েছে। এবছরের দীর্ঘ বর্ষাকালও কোনরকম সাহায্যে আসেনি।

    মসজিদ হামলা: প্যারোলহীন আজীবন কারাদণ্ড পেলেন ট্যারেন্ট

    ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার দায়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে প্যারোলহীন আজীবন কারাদণ্ড দিয়েছেন নিউজিল্যান্ডের একটি আদালত। বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়।

    এর আগে অস্ট্রেলিয়ান নাগরিক ট্যারান্ট দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার দায় স্বীকার করে নিয়েছেন। এছাড়া আরো ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট থাকার দায়ে তার বিরুদ্ধে আরো দুটি মামলা করা হয়েছিলো। সবগুলো মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্যারান্ট।

    রায়ের সময় বিচারক ট্যারান্টের হামলাকে ‘অমানবিক’ বলে আখ্যায়িত করেন।

    রায় ঘোষণার সময় বিচারক ক্যামেরুন ম্যান্ডার বলেন, আপনার অপরাধগুলো এতটাই খারাপ যে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত আটকে রাখা হলেও করা হলেও এর সাজা পরিপূর্ণ হবে না।

    এদিকে ট্যারেন্ট তার আইনজীবীর মাধ্যমে আদালতে জানিয়েছেন যে প্যারোলহীন আজীবন কারাদণ্ডের বিষয়ে তার কোনো আপত্তি নেই। এর আগে ট্যারান্ট আদালতকে জানিয়েছিল যে রায়ের সময় কোনো বক্তব্য সে রাখবে না।

    করোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে যাচ্ছে ক্যামব্রিজ

    প্রাণঘাতী করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ব্রিটিশ সরকার থেকে প্রায় ২৫ লাখ ডলার ফান্ড পাওয়ার পর ক্যামব্রিজ ইউনিভার্সিটি এই ট্রায়ালের কথা জানালো।

    জানা গেছে, হেমন্তেই ডিআইওএস-কোভ্যাক্স ২ নামের ভ্যাকসিনটির ট্রায়াল শুরু করবে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আর এই ভ্যাকসিনটি সকল ধরণের করোনা ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স ব্যবহার করে তৈরি করা হচ্ছে। এতে মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার তৈরি হবে এবং পার্শ্ব প্রতিক্রিয়ায় ঝুঁকিও হ্রাস পাবে।

    ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অব ভাইরাল জুয়োনোটিকস বিভাগের প্রধান জোনাথস হিনে বলেন, আমরা ভাইরাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এর সুরক্ষা আবরণের ফাটল খুঁজছি, যেন এটি ব্যবহার করে রোগ প্রতিরোধ ব্যবস্থাটিকে সঠিক পথে পরিচালন করতে পারি।

    বিশ্বে ইতোমধ্যে ৩০ ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে।

     

    সর্বোচ্চ সময়ের জন্য পদে থাকার রেকর্ড গড়েছেন জাপানের প্রধানমন্ত্রী

    সোমবার জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো’র চলমান মেয়াদ ২ হাজার ৭শ ৯৯ দিন ছুঁয়েছে, যার মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে সর্বোচ্চ সময়ের জন্য দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ব্যক্তিতে পরিণত হলেন।

    এর পূর্বের রেকর্ডটি ছিল মোট ২ হাজার ৭শ ৯৮দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা পরলোকগত সাতো এইসাকু’র।

    এটি আবের ছোঁয়া আরেকটি মাইলফলক। ২০০৬ সালে ১ বছরের জন্য তার গঠন করা মন্ত্রিপরিষদের হিসাব বিবেচনায় তিনি গত বছরই জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীতে পরিণত হন। সোমবার আবের উভয় মেয়াদ মিলিয়ে পদে থাকার সময় হয়েছে মোট ৩ হাজার ১শ ৬৫ দিন।

    আবে ২০১২ সালের ডিসেম্বর মাসে আবারও দেশের শীর্ষ পদটিতে ফিরে আসেন এবং নিম্ন কক্ষের একটি নির্বাচনের পর দ্বিতীয়বারের মত মন্ত্রিসভা গঠন করেন।

    আবে জাপানের অর্থনীতির পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিয়ে মুদ্রাস্ফীতির হ্রাস এড়ানোর লক্ষ্যে ধারাবাহিক কিছু নীতি প্রণয়ন করেন, যা আবেনোমিক্স নামে পরিচিতি লাভ করে।

    তিনি দায়িত্ব নেয়ার পর নিক্কেই শেয়ারের গড় পুনরুদ্ধার হয়ে ২০ হাজার পয়েন্ট পর্যায়ের উপরে উঠে যায়।

    এছাড়া, চাকরির আবেদনকারীদের কাছে কাজের প্রস্তাবের অনুপাতেরও উন্নতি ঘটে।

    তবে, এরপর করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর প্রভাবে জাপানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। ব্যক্তিগত ভোগ্যপণ্য ব্যয় কমে যাওয়ায়, গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সংকুচিত হয়।

    ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জাপানের প্রধান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি হিসেবে আবের মেয়াদ উত্তীর্ণ হবে।

    করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ চালিয়ে যাওয়াকালীন অর্থনীতির পুনর্গঠনের পাশাপাশি নতুন সূচি অনুযায়ী আগামী বছর টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক আয়োজন হবে তার ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম।

    এদিকে, আবের স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে গুজব ছড়িয়েছে, যেটি তার জন্য একটি ব্যক্তিগত চ্যলেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে।

    আগামী বছরের অক্টোবরে সদস্যদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে তিনি সংসদের নিম্নকক্ষ বিলুপ্ত করবেন কিনা সেদিকেই এখন সবার মনোযোগ নিবদ্ধ আছে।

    বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লক্ষ অতিক্রম করেছে

    যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, শনিবার ইউটিসি সময় সন্ধ্যা ৬টা নাগাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছিল ৮ লক্ষ ৯শ ৩৭ জন।

    যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৮শ ১৭ জন। এরপর যথাক্রমে ১ লক্ষ ১৩ হাজার ৩শ ৫৮টি মৃত্যু নিয়ে ব্রাজিল, ৫৯ হাজার ৬শ ১০টি মৃত্যু নিয়ে মেক্সিকো, ৫৫ হাজার ৭শ ৯৪টি মৃত্যু নিয়ে ভারত এবং ৪১ হাজার ৫শ ৯টি মৃত্যু নিয়ে বৃটেনের অবস্থান।

    যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে মৃত্যুর ঘটনা কোন কোন সময় দৈনিক ১ হাজারও ছাড়িয়ে গেছে।

    করোনা ভাইরাস চিরকাল থাকবে: ব্রিটিশ বিজ্ঞানীর সতর্কবার্তা

    প্রাণঘাতী করোনা ভাইরাস কোনো না কোনো রূপে চিরকালই থাকবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাজ্য সরকারের একজন শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা।

    স্যার মার্ক ওয়ালপোর্ট নামের ব্রিটিশ সরকারের ওই শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিওকে জানান, করোনা থেকে রক্ষা পেতে মানুষকে নিয়মিত বিরতিতে ভ্যাকসিন নিতে হবে। গুটি বসন্ত যেমন টিকার মাধ্যমে চিরতে নির্মূল করা সম্ভব হয়েছিলো করোনার ক্ষেত্রে তেমনটি হবে না বলে মনে করেন তিনি।

    সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন দুই বছরের মধ্যেই শেষ হবে করোনা মহামারির। তার এমন মন্তব্যের পরই স্যার মার্ক ওয়ালপোর্ট করোনা নিয়ে এমন শঙ্কা প্রকাশ করলেন।

    ইউরোপে করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি বিভিন্ন দেশে আবারো এর প্রকোপ বেড়েছে। স্যার মার্ক সতর্ক করে বলেন, ঘনবসতি এবং ভ্রমণ করলেই ছড়াতে পারে এই ভাইরাস। করোনা ভাইরাস আবারো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে । তাই সাধারণ লকডাউনের চিন্তার পরিবর্তে বিকল্প উপায় বের করার পরামর্শ দেন এই বিজ্ঞানী।

    বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লক্ষ অতিক্রম করেছে

    যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, শনিবার ইউটিসি সময় সন্ধ্যা ৬টা নাগাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছিল ৮ লক্ষ ৯শ ৩৭ জন।

    যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৮শ ১৭ জন। এরপর যথাক্রমে ১ লক্ষ ১৩ হাজার ৩শ ৫৮টি মৃত্যু নিয়ে ব্রাজিল, ৫৯ হাজার ৬শ ১০টি মৃত্যু নিয়ে মেক্সিকো, ৫৫ হাজার ৭শ ৯৪টি মৃত্যু নিয়ে ভারত এবং ৪১ হাজার ৫শ ৯টি মৃত্যু নিয়ে বৃটেনের অবস্থান।

    যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে মৃত্যুর ঘটনা কোন কোন সময় দৈনিক ১ হাজারও ছাড়িয়ে গেছে।

    বিশেষজ্ঞদের টিকার অগ্রাধিকার অনুমোদন

    জাপান সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল, চিকিৎসা কর্মী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং আগে থেকে রোগে আক্রান্ত লোকজনদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেয়া বিষয়ক একটি পরিকল্পনা মূলত অনুমোদন করেছে।

    গতকাল অনুষ্ঠিত প্যানেলের এই বৈঠকে, করোনাভাইরাস মোকাবিলার দায়িত্বে নিয়োজিত মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি এবং স্বাস্থ্যমন্ত্রী কাতো কাৎসুনোবু অংশগ্রহণ করেন।

    সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় চিকিৎসা কর্মীদের এবং সংক্রমিত হলে আগে থেকেই স্বাস্থ্যগত সমস্যা থাকা বয়োজ্যেষ্ঠ লোকজনের অবস্থা গুরুতর আকার ধারণ করার সম্ভাবনা থাকায় তাঁদের বাছাই করা হয়।

    বিশেষজ্ঞরা, জরুরি বিভাগের কর্মী, গণ স্বাস্থ্য কেন্দ্রের কর্মী, বয়োজ্যেষ্ঠদের সেবা দানকারী এবং অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সেবিষয়ে গবেষণা চালিয়ে যেতে একমত হন।

    টোকিওতে করোনাভাইরাসে ২৫৬টি নতুন সংক্রমণের ঘটনা

    টোকিও মহানগর সরকার, আজ টোকিওতে করোনাভাইরাসে নতুন ২৫৬টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে।

    এর মাধ্যমে দৈনিক হিসেবে পরপর ৩য় দিনের মত সংক্রমণের সংখ্যা ২শ ছাড়িয়ে গেল।

    সংক্রমিতদের ৬৪ শতাংশ বা ১৬৪ জনের বয়স ২০ এবং ৩০এর কোঠায়।

    আজ পর্যন্ত টোকিওতে সংক্রমণের মোট সংখ্যা ১৯ হাজার ১২১টিতে পৌঁছেছে।

    কর্মকর্তারা, টোকিওর সংক্রমণ পরিস্থিতিতে মারাত্মক অবস্থা বিরাজমান থাকায় উচ্চ সতর্কতা বজায় রেখে চলার জন্য লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    মহানগর সরকারের কর্মকর্তারা, সর্বোচ্চ পূর্বসতর্কতা বজায় রাখার পাশাপাশি টোকিওর বাইরে বা নিজেদের দেশের বাড়িতে ফিরে যাওয়া থেকে বিরত থাকতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানাচ্ছেন। তাঁরা, দলবদ্ধভাবে নৈশ ভোজে অংশ না নেয়ার জন্যও লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    শিশুদের মাধ্যমে নিরবে ছড়াচ্ছে করোনা: গবেষণা

    করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পেছনে শিশুদের একটা বড় ভূমিকা রয়েছে। তাদের মাধ্যমেই ভাইরাসটি নিরবে ছড়িয়ে পড়ছে বলে সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে।

    গবেষকরা দাবি করছেন, শিশু কিংবা অল্প বয়স্কদের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আর তাতেই মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে বয়স্করা।

    জার্নাল অফ পেডিয়াট্রিক্স পত্রিকায় এই সংক্রান্ত সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে গবেষকরা জানিয়েছেন, ১৯২ দুজনের ওপরেই সমীক্ষা চালানো হয়েছে যাদের বয়স ০ থেকে ২২।

    এই সমীক্ষার প্রধান গবেষক লয়েল ইয়ংকার বলেন, সংক্রমিত হওয়ার প্রথম দুদিন শিশুদের শরীরে ভাইরাস যে পরিমাণে থাকছে তা চমকে দেওয়ার মতো। ভাইরাসের উপস্থিতিতে এত বেশি পরিমাণ থাকবে তা আশা করা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা করার জন্য অনেক প্রোটেকশনে নেওয়া হচ্ছে,, অথচ তার থেকে অনেক বেশি ভাইরাস আছে এমন একটি শিশু সুস্থ ভাবে চলাফেরা করছে, ফলে তার থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেক বেশি।

    অদূর ভবিষ্যতের স্কুল, ডে কেয়ার সেন্টার খোলা যাবে কি না তার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা চলছে। এই প্রসঙ্গে আরেক চিকিৎসক আলেসিও ফাসানো জানিয়েছেন, শিশুরা এই ভাইরাস থেকে অব্যাহতি পাচ্ছে না।

    তিনি আরো বলেন এই মহামারির সময়ে মূলত উপসর্গযুক্ত করোনা আক্রান্তদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। তাই বয়স্করাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে উল্লেখ করা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে উপসর্গ না থাকলেও শিশুদের মধ্যে করণা আক্রান্ত হওয়ার প্রবণতা এমন কিছু কম নয়। ইন্ডিয়ান এক্সপ্রেস।

    ৩৩৯টি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর দিয়েছে টোকিও

    টোকিও’র মেট্রোপলিটন সরকার বলছে বৃহস্পতিবার ৩৩৯টি নতুন করোনাভাইরাস সংক্রমণ সরকার নিশ্চিত করেছে।

    গত শনিবারের পর এবারই প্রথম রাজধানীতে দৈনিক হিসাব ৩০০ ছাড়িয়ে যায়। শহরে ভাইরাসের পরীক্ষায় পজিটিভ সনাক্ত হওয়া লোকজনের মোট সংখ্যা এখন হচ্ছে ১৮,৬০৭।

    টোকিও’র পরিস্থিতি খুবই মারাত্মক থেকে যাওয়ায় উচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান কর্মকর্তারা নগরবাসীদের প্রতি জানাচ্ছেন। টোকিও’র বাইরে ভ্রমণ, দেশের বাড়িতে যাওয়া এবং দলবদ্ধভাবে নৈশভোজে যোগ দেয়া থেকে বিরত থাকার অনুরোধ লোকজনের প্রতি তারা করছেন।