টোকিওতে করোনাভাইরাসে ২৫৬টি নতুন সংক্রমণের ঘটনা

টোকিও মহানগর সরকার, আজ টোকিওতে করোনাভাইরাসে নতুন ২৫৬টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে।

এর মাধ্যমে দৈনিক হিসেবে পরপর ৩য় দিনের মত সংক্রমণের সংখ্যা ২শ ছাড়িয়ে গেল।

সংক্রমিতদের ৬৪ শতাংশ বা ১৬৪ জনের বয়স ২০ এবং ৩০এর কোঠায়।

আজ পর্যন্ত টোকিওতে সংক্রমণের মোট সংখ্যা ১৯ হাজার ১২১টিতে পৌঁছেছে।

কর্মকর্তারা, টোকিওর সংক্রমণ পরিস্থিতিতে মারাত্মক অবস্থা বিরাজমান থাকায় উচ্চ সতর্কতা বজায় রেখে চলার জন্য লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।

মহানগর সরকারের কর্মকর্তারা, সর্বোচ্চ পূর্বসতর্কতা বজায় রাখার পাশাপাশি টোকিওর বাইরে বা নিজেদের দেশের বাড়িতে ফিরে যাওয়া থেকে বিরত থাকতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানাচ্ছেন। তাঁরা, দলবদ্ধভাবে নৈশ ভোজে অংশ না নেয়ার জন্যও লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।