বিশেষজ্ঞদের টিকার অগ্রাধিকার অনুমোদন
জাপান সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল, চিকিৎসা কর্মী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং আগে থেকে রোগে আক্রান্ত লোকজনদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেয়া বিষয়ক একটি পরিকল্পনা মূলত অনুমোদন করেছে।
গতকাল অনুষ্ঠিত প্যানেলের এই বৈঠকে, করোনাভাইরাস মোকাবিলার দায়িত্বে নিয়োজিত মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি এবং স্বাস্থ্যমন্ত্রী কাতো কাৎসুনোবু অংশগ্রহণ করেন।
সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় চিকিৎসা কর্মীদের এবং সংক্রমিত হলে আগে থেকেই স্বাস্থ্যগত সমস্যা থাকা বয়োজ্যেষ্ঠ লোকজনের অবস্থা গুরুতর আকার ধারণ করার সম্ভাবনা থাকায় তাঁদের বাছাই করা হয়।
বিশেষজ্ঞরা, জরুরি বিভাগের কর্মী, গণ স্বাস্থ্য কেন্দ্রের কর্মী, বয়োজ্যেষ্ঠদের সেবা দানকারী এবং অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সেবিষয়ে গবেষণা চালিয়ে যেতে একমত হন।