বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লক্ষ অতিক্রম করেছে
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, শনিবার ইউটিসি সময় সন্ধ্যা ৬টা নাগাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছিল ৮ লক্ষ ৯শ ৩৭ জন।
যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৮শ ১৭ জন। এরপর যথাক্রমে ১ লক্ষ ১৩ হাজার ৩শ ৫৮টি মৃত্যু নিয়ে ব্রাজিল, ৫৯ হাজার ৬শ ১০টি মৃত্যু নিয়ে মেক্সিকো, ৫৫ হাজার ৭শ ৯৪টি মৃত্যু নিয়ে ভারত এবং ৪১ হাজার ৫শ ৯টি মৃত্যু নিয়ে বৃটেনের অবস্থান।
যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে মৃত্যুর ঘটনা কোন কোন সময় দৈনিক ১ হাজারও ছাড়িয়ে গেছে।