পর্যটকদের জন্য ইয়ামাগাতা’র আঙ্গুর বাগান উন্মুক্ত

উত্তর-পূর্ব জাপানের একটি আঙ্গুর বাগান ফল সংগ্রহের জন্য উন্মুক্ত করা হয়েছে যা বাগান দেখতে আসা লোকজনকে এই মৌসুমী ফলটি উপভোগের সুযোগ করে দেবে।

ইয়ামাগাতা জেলার সাগায়ে শহরের দু’টি খামার প্রতি বছর ১ হাজারেরও বেশি ভ্রমণকারীকে ফলবাগান দেখার অনুমতি দিয়ে থাকে। কিয়োহো এবং সুইহো নামের বড় ধরনের আঙ্গুর এই শহরের বৈশিষ্ট্য।

একটি খামার তাদের আঙ্গুরগুলো পেকে যাওয়ার পরে গত সপ্তাহ থেকে তাদের বাগান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়।

অনেক দর্শনার্থী রবিবার এই ফলবাগান পরিদর্শন করেন। করোনাভাইরাস বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে, এই ফলবাগান ঘুরে দেখার আগে দর্শনার্থীদের শারীরিক তাপমাত্রা মেপে দেখা হচ্ছে এবং তাদের সাথে যোগাযোগের সংক্রান্ত তথ্য নিবন্ধন করে রাখা হচ্ছে।

দর্শনার্থীরা আঙ্গুর তোলা এবং টাটকা মিষ্টি ফল খেয়ে দেখা উপভোগ করছেন।

ইয়ামাগাতা জেলার প্রাথমিক স্কুলের একজন শিক্ষার্থী খুশি মনে উত্তর দেয়, “অত্যন্ত সুস্বাদু। কেবল এক ছড়া আঙ্গুরই আমার পেট ভরে যাওয়ার জন্য যথেষ্ট”।

এই শহরের আঙ্গুর বাগানগুলো অক্টোবর মাসের গোড়ার দিক পর্যন্ত খোলা থাকবে।