• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সর্বোচ্চ সময়ের জন্য পদে থাকার রেকর্ড গড়েছেন জাপানের প্রধানমন্ত্রী

    সোমবার জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো’র চলমান মেয়াদ ২ হাজার ৭শ ৯৯ দিন ছুঁয়েছে, যার মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে সর্বোচ্চ সময়ের জন্য দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ব্যক্তিতে পরিণত হলেন।

    এর পূর্বের রেকর্ডটি ছিল মোট ২ হাজার ৭শ ৯৮দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা পরলোকগত সাতো এইসাকু’র।

    এটি আবের ছোঁয়া আরেকটি মাইলফলক। ২০০৬ সালে ১ বছরের জন্য তার গঠন করা মন্ত্রিপরিষদের হিসাব বিবেচনায় তিনি গত বছরই জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীতে পরিণত হন। সোমবার আবের উভয় মেয়াদ মিলিয়ে পদে থাকার সময় হয়েছে মোট ৩ হাজার ১শ ৬৫ দিন।

    আবে ২০১২ সালের ডিসেম্বর মাসে আবারও দেশের শীর্ষ পদটিতে ফিরে আসেন এবং নিম্ন কক্ষের একটি নির্বাচনের পর দ্বিতীয়বারের মত মন্ত্রিসভা গঠন করেন।

    আবে জাপানের অর্থনীতির পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিয়ে মুদ্রাস্ফীতির হ্রাস এড়ানোর লক্ষ্যে ধারাবাহিক কিছু নীতি প্রণয়ন করেন, যা আবেনোমিক্স নামে পরিচিতি লাভ করে।

    তিনি দায়িত্ব নেয়ার পর নিক্কেই শেয়ারের গড় পুনরুদ্ধার হয়ে ২০ হাজার পয়েন্ট পর্যায়ের উপরে উঠে যায়।

    এছাড়া, চাকরির আবেদনকারীদের কাছে কাজের প্রস্তাবের অনুপাতেরও উন্নতি ঘটে।

    তবে, এরপর করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর প্রভাবে জাপানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। ব্যক্তিগত ভোগ্যপণ্য ব্যয় কমে যাওয়ায়, গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সংকুচিত হয়।

    ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জাপানের প্রধান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি হিসেবে আবের মেয়াদ উত্তীর্ণ হবে।

    করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ চালিয়ে যাওয়াকালীন অর্থনীতির পুনর্গঠনের পাশাপাশি নতুন সূচি অনুযায়ী আগামী বছর টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক আয়োজন হবে তার ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম।

    এদিকে, আবের স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে গুজব ছড়িয়েছে, যেটি তার জন্য একটি ব্যক্তিগত চ্যলেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে।

    আগামী বছরের অক্টোবরে সদস্যদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে তিনি সংসদের নিম্নকক্ষ বিলুপ্ত করবেন কিনা সেদিকেই এখন সবার মনোযোগ নিবদ্ধ আছে।

    বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লক্ষ অতিক্রম করেছে

    যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, শনিবার ইউটিসি সময় সন্ধ্যা ৬টা নাগাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছিল ৮ লক্ষ ৯শ ৩৭ জন।

    যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৮শ ১৭ জন। এরপর যথাক্রমে ১ লক্ষ ১৩ হাজার ৩শ ৫৮টি মৃত্যু নিয়ে ব্রাজিল, ৫৯ হাজার ৬শ ১০টি মৃত্যু নিয়ে মেক্সিকো, ৫৫ হাজার ৭শ ৯৪টি মৃত্যু নিয়ে ভারত এবং ৪১ হাজার ৫শ ৯টি মৃত্যু নিয়ে বৃটেনের অবস্থান।

    যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে মৃত্যুর ঘটনা কোন কোন সময় দৈনিক ১ হাজারও ছাড়িয়ে গেছে।